বড়জোড়ায় শিবির। নিজস্ব চিত্র
দুই বন্ধুর স্মৃতিতে রক্তদান শিবিরের আয়োজন করল বড়জোড়ার ‘শৌভিক-সুনেত্র স্মৃতিরক্ষা কমিটি’। উদ্যোক্তাদের সবাই ছাত্রছাত্রী। এক জন নিজে থ্যালাসেমিয়া আক্রান্ত। সোমবার বড়জোড়া উচ্চ বিদ্যালয়ে শিবিরটি হয়েছে। রক্ত দিয়েছেন ৪৫ জন।
শিবিরের আয়োজকদের তরফে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি স্নাতকোত্তরের ছাত্র শঙ্করপ্রসাদ ঘোষ জানান, তাঁরা সবাই বড়জোড়া হাইস্কুল থেকে ২০১৫ সালে মাধ্যমিক পাশ করেছেন। ২০১৬ সালে জন্ডিসে মৃত্যু হয় তাঁদের সহপাঠী শৌভিক ঘোষালের। ২০১৯ সালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় আর এক সহপাঠী সুনেত্র দীক্ষিতের। দু’জনের স্মৃতিতে আগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতেন। পরে সামাজিক কোনও কাজ করার ভাবনা আসে।
শঙ্করপ্রসাদ বলেন, ‘‘আমাদেরই এক বন্ধু শুভব্রত লায়েক থ্যালাসেমিয়া আক্রান্ত। দেখছি, রক্তের জন্য ওর বাড়ির লোকজনকে কত ছোটাছুটি করতে হয়। তাই সিদ্ধান্ত নিই, রক্তদান শিবির করা হবে।’’
শুভব্রত নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি স্নাতকোত্তরের ছাত্র। তিনি বলেন, ‘‘নিজে থ্যালাসেমিয়া আক্রান্ত হিসেবে জানি, রক্তের প্রয়োজনীয়তা কতটা। কত থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু এই শিবিরগুলির মাধ্যমে উপকৃত হয়।’’
উদ্যোক্তাদের মধ্যে সন্দীপ সমাজদার ও সৌরভ মণ্ডল জানান, শিবিরের আয়োজনে সহযোগিতা করেছে ‘বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন’। এ দিন শিবিরের উদ্বোধন করেছেন এক কোভিড যোদ্ধা ও থ্যালাসেমিয়া আক্রান্ত এক শিশু। যাঁরা রক্ত দিয়েছেন তাঁদের অধিকাংশই ছাত্রছাত্রী।
‘রিজিওনাল ব্লাড ট্রান্সফিউশন সেন্টার’-এর বাঁকুড়া-পুরুলিয়া-ঝাড়গ্রাম-পশ্চিম মেদিনীপুরের ডিরেক্টর তপন ঘোষ বলেন, ‘‘সামাজিক পরিসরে এই ধরনের উদ্যোগ যত নেওয়া হবে, তত ভাল। আর ছাত্রছাত্রীরা এগিয়ে এলে সমাজও এগিয়ে আসে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy