Advertisement
১৯ নভেম্বর ২০২৪
Anubrata Mandal

Anubrata Mandal: গোয়া ও ত্রিপুরা দখলে নিশ্চিত অনুব্রত, কোথায় কত আসন পাবেন, তা-ও জানালেন

বিধানসভা ভোটের আগে অনুব্রত জানিয়েছিলেন, রাজ্যে তৃণমূল ২২০ থেকে ২৩০টি আসন পাবে। ঘটনাচক্রে তা খানিকটা মিলে গিয়েছে।

অনুব্রত মণ্ডল।

অনুব্রত মণ্ডল। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ২০:০৫
Share: Save:

গোয়া এবং ত্রিপুরার মতো রাজ্য তৃণমূল দখল করবে। এ ব্যাপারে নিশ্চিত তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবারই তিনি ওই দুই রাজ্যের বিধানসভা ভোটে তৃণমূল কত আসন পেতে পারে তা নিয়ে ভবিষ্যদ্‌বাণী করেছেন।

বুধবার দলীয় একটি অনুষ্ঠানে যোগ দেন অনুব্রত। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, ‘‘ত্রিপুরায় বিজেপি ভয় পাচ্ছে। তার জন্যই তৃণমূলকে আক্রমণ করছে। তৃণমূল সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুরদের সঙ্গে থাকা দল। এই দল বেইমানি জানে না। আমি বলেছিলাম বিধানসভা ভোটে ২২০-২৩০ আসন পাবে। ২২০ হয়েছে।’’ এর পর তাঁর সংযোজন, ‘‘ত্রিপুরাও জিতব, গোয়াও জিতব। ত্রিপুরায় ৫৯টি বিধানসভা আসন। ওখানে ৪০-৪৫টি আসন পাব। গোয়ায় ৩০টি আসন পাব। কংগ্রেস তো আমাদের সঙ্গে হাত মিলিয়েছে। কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছেন অনেকে।’’

বিধানসভা নির্বাচনের আগে একই সুরে অনুব্রত জানিয়েছিলেন, রাজ্যে তৃণমূল ২২০ থেকে ২৩০টি আসন পাবে। ঘটনাচক্রে সেই ভবিষ্যদ্‌বাণী অনেকটা মিলেও গিয়েছে। এ বার ত্রিপুরা এবং গোয়া নির্বাচন নিয়েও একই ধাঁচে মন্তব্য করলেন। বুধবার বোলপুরে তৃণমূলের দফতরে সিঙ্গি পঞ্চায়েত এলাকার শতাধিক সিপিএম কর্মী তৃণমূলে যোগ দেন। যোগদান পর্ব শেষে অনুব্রতর বার্তা, ‘‘আমি মারামারি পছন্দ করি না। হানাহানি পছন্দ করি না। শান্তি রাখতে হবে। মারব, ধরব, মস্তানি করব, লুঠ করব, পয়সা খাব রাজনীতি চলবে না। কেউ যদি ভাবে আমি কিছু করব, লাঠি দেখাব, বন্দুক দেখাব, বোমা দেখাব। তা হলে বিদায় করে দেব।’’

অন্য বিষয়গুলি:

Anubrata Mandal TMC CPM Goa Tripura
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy