Advertisement
০৮ নভেম্বর ২০২৪

নদী বাঁধে ক্ষতি, পরিদর্শনে বিকাশ

বালি তোলার জন্য অজয় নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের কাছে এমনই অভিযোগ পেয়ে রবিবার ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা ঘুরে দেখলেন জেলার সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি দ্রুত বাঁধ সংস্কারের জন্য সংশ্লিষ্ট স্তরে নির্দেশও দিয়েছেন।

বোলপুরের ধান্যসড়া গ্রামে অজয়ের বাঁধের হাল দেখছেন সভাধিপতি। —নিজস্ব চিত্র।

বোলপুরের ধান্যসড়া গ্রামে অজয়ের বাঁধের হাল দেখছেন সভাধিপতি। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০০:১৮
Share: Save:

বালি তোলার জন্য অজয় নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের কাছে এমনই অভিযোগ পেয়ে রবিবার ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা ঘুরে দেখলেন জেলার সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি দ্রুত বাঁধ সংস্কারের জন্য সংশ্লিষ্ট স্তরে নির্দেশও দিয়েছেন।

ইলামবাজার, বোলপুর এবং নানুর থানা এলাকার একাধিক পঞ্চায়েত রয়েছে অজয় নদের বাঁধ লাগোয়া এলাকায়। সাম্প্রতিক অতীতে বেআইনি ভাবে অজয় থেকে দেদার বালি তোলার জন্য একাধিক সেতু দুর্বল হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, অজয় বাঁধ লাগোয়া বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে শতাধিক বেআইনি বালিঘাট। সম্প্রতি ওই সমস্ত ঘাটে বালি তোলা বন্ধ হয়েছে। কিন্তু বালি তোলার জন্য বাঁধ কেটে রাস্তা হয়েছে একাধিক জায়গায়। যার আশপাশে বহু জনপদ।

বোলপুর থানার সিয়ান-মুলুক, বাহিরী-পাঁচশোয়া, সিঙ্গি পঞ্চায়েত এলাকার একাধিক গ্রাম অজয় বাঁধের পাশে রয়েছে। ওই সব এলাকার বহু গ্রামে বাঁধের অনেকটা ক্ষতি হয়েছে বলে অভিযোগ। সাংরা গ্রামের বাসিন্দা দেবু দাস, গিতগ্রামের বাসিন্দা কালাম শেখ, শেখ আকবররা এ দিন বলেন, ‘‘বালি তোলার গাড়ি নদীতে ঢোকার জন্য বাঁধ কেটে রাস্তা তৈরি করা হয়। নদীতে জল বাড়লে এলাকায় জল ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল। ফলে একাধিক জনপদ এবং বহু চাষজমি প্লাবিত হবে। বাঁধে ক্ষয়ক্ষতির কথা জানিয়ে প্রশাসনের নানা দফতরে আর্জি জানানো হয়েছে। কিন্তু বালি তোলা বন্ধ হলেও বাঁধ মেরামত হয়নি।’’ তাই বিকাশের দ্বারস্থ হন বাসিন্দাদের একাংশ। এ দিন ওই এলাকা ঘুরে দেখে বিকাশ বলেন, ‘‘অবিলম্বে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।’’

অন্য বিষয়গুলি:

Ajay River River’s Dam Dam Damaged Sand Mafia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE