প্রিয় নেতার দেহ পৌঁছেছে রায়গঞ্জে, কপ্টার ঘিরে বিহ্বল ভিড় হেলিপ্যাডে। —নিজস্ব চিত্র।
শেষযাত্রায় প্রিয়রঞ্জন দাশমুন্সি। কলকাতা থেকে মঙ্গলবার সেনা কপ্টারে তাঁর দেহ নিয়ে যাওয়া হয়েছে রায়গঞ্জে। সেখান থেকে কালিয়াগঞ্জে প্রিয়রঞ্জনের পৈতৃক ভিটেয় যাবে কফিন। রাতে রায়গঞ্জে ফিরে হবে শেষকৃত্য। প্রিয়র কফিন নিয়ে কপ্টার রায়গঞ্জের মাটি ছুঁতেই এ দিন বিকেলে হেলিপ্যাডে আছড়ে পড়ে জনস্রোত। ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে পড়ে বিশাল জনতা। শেষযাত্রায় প্রিয়রঞ্জনকে ঘিরে আকুল জনাবেগ প্রয়াত নেতার নিজের জেলায়। রায়গঞ্জ থেকে প্রতি মুহূর্তের আপডেট জেনে নিন:
• গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানো হল তাঁকে।
• রাত ১০টা। রায়গঞ্জ বন্দর শ্মশানঘাটে দেহ পৌঁছল।
• রাত ৯টা ২০ মিনিটে রায়গঞ্জ বন্দর শ্মশানের উদ্দেশে রওনা দেয় প্রিয়রঞ্জনের গাড়ি।
• দেহ নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ কংগ্রেসের জেলা কার্যালয়ে।
• কপ্টারে কালিয়াগঞ্জে নিজের বাড়ি পৌঁছয় প্রিয়রঞ্জনের কফিন। সেখান থেকে কালিয়াগঞ্জের শহর কংগ্রেস অফিসে তাঁর দেহ নিয়ে যাওয়া হয়।
• কলকাতা থেকে মোট তিনটি কপ্টার গিয়েছে রায়গঞ্জে। একটিতে প্রিয়রঞ্জনের কফিন নিয়ে যাওয়া হয়েছে। প্রিয়র পরিবার এবং অধীর চৌধুরী-সহ প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বও রায়গঞ্জ পৌঁছেছেন ওই কপ্টারে।
রায়গঞ্জের বন্দর শ্মশানে গান স্যালুট দেওয়া হচ্ছে
• সেনাবাহিনীর আর একটি কপ্টার এবং রাজ্য সরকারের দেওয়া কপ্টারে রায়গঞ্জ গিয়েছেন কংগ্রেসের আরও কিছু বিধায়ক এবং নেতা।
• প্রিয়রঞ্জন দাশমুন্সিকে অন্তিম শ্রদ্ধা জানাতে আগেই কালিয়াগঞ্জে পৌঁছেছিলেন রাজ্যের বর্তমান পঞ্চায়েতমন্ত্রী তথা প্রিয়বাবুর দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মী সুব্রত মুখোপাধ্যায়।
• আর এক তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও পৌঁছেছেন কালিয়াগঞ্জে।
• প্রিয়রঞ্জনের প্রতি অন্তিম শ্রদ্ধা জানাতে তাঁর খাসতালুকে পৌঁছেছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।
• রায়গঞ্জ থেকে প্রিয়রঞ্জন দাশমুন্সির দেহ নিয়ে যাওয়া হবে কালিয়াগঞ্জে। প্রিয়রঞ্জন দাশমুন্সির নিজের শহর কালিয়াগঞ্জ।
• প্রথমে প্রিয়র দেহ যাবে তাঁর পৈতৃক বাড়িতে। তার পর কিছুক্ষণ দেহ শায়িত থাকবে কালিয়াগঞ্জের কংগ্রেস দফতরে।
• কংগ্রেস দফতরে শ্রদ্ধাজ্ঞাপনের পর মরদেহ কালিয়াগঞ্জ থেকে ফিরবে রায়গঞ্জে। সেখানেই হবে শেষকৃত্য।
আরও পড়ুন: সীতারমনকে বলে কপ্টার আনালেন অধীর, প্রিয়কে ঘিরে মিলল শাসক-বিরোধী
আরও পড়ুন: ‘আজ আবার আমার পিতৃবিয়োগ হল’
• প্রিয় নেতার দেহ ঘিরে শোকবিহ্বল রায়গঞ্জের মানুষ। হেলিপ্যাডে প্রিয়রঞ্জনের কফিন ঘিরে বিপুল ভিড়।
• বিকেল সাড়ে চারটের কিছু পরে রায়গঞ্জে পৌঁছয় প্রিয়রঞ্জন দাশমুন্সির দেহ।
• কলকাতা প্রিয়’র কফিন নিয়ে সেনা কপ্টার রায়গঞ্জের হেলিপ্যাড গ্রাউন্ডে নামতেই ভেঙে যায় ব্যারিকেড। হাজার হাজার মানুষ ঢুকে পড়েন হেলিপ্যাডে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy