Advertisement
০১ নভেম্বর ২০২৪

প্রাক্বর্ষার বৃষ্টি শুরু, আশায় কলকাতাও

উপগ্রহ-চিত্রে চোখ রেখে হাওয়া অফিসের এক কর্তা জানালেন, বর্ষার অনুকূল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এ দিনের বৃষ্টি প্রাক্‌বর্ষার বৃষ্টি।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০১৭ ০৪:০৯
Share: Save:

বিকেলে হঠাৎ কালো হয়ে এল কলকাতার আকাশ। অস্বস্তিসূচক দুপুরে ৬৫ ডিগ্রি সেলসিয়াসে উঠে গেলেও পরে তা কমেও গেল কিছুটা। রহস্যটা কী? আলিপুর আবহাওয়া দফতরের এক আবহবিদ জানালেন, কাছেপিঠে কোথাও জোর বৃষ্টি হচ্ছে। পরে খবর এল, প্রবল বর্ষণ চলছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।

উপগ্রহ-চিত্রে চোখ রেখে হাওয়া অফিসের এক কর্তা জানালেন, বর্ষার অনুকূল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এ দিনের বৃষ্টি প্রাক্‌বর্ষার বৃষ্টি। বীরভূম, বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা এ দিন ওই বৃষ্টি পেয়েছে। কলকাতায় প্রাক্‌বর্ষার বৃষ্টি শুধু সময়ের অপেক্ষা। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের পূর্বাভাস, আজ, মঙ্গলবার থেকে আরও কিছু এলাকায় প্রাক্‌বর্ষার ব়ৃষ্টি হতে পারে।

তা হলে কি থমকে যাওয়া বর্ষা এক্সপ্রেস ফের যাত্রা শুরু করল? মৌসম ভবন জানাচ্ছে, বর্ষা আটকেই আছে। তা হলে এই প্রাক্‌বর্ষার বৃষ্টির অর্থ কী? আবহবিদদের ব্যাখ্যা, গরম থেকে হঠাৎই বর্ষা আসে না। এক ঋতুর শেষ এবং অন্য ঋতুর সূচনার মধ্যে একটি সংক্ষিপ্ত পর্যায় থাকে। গ্রীষ্ম ও বর্ষার মাঝখানে সেই সময়টিকেই বলা হয় প্রাক্‌বর্ষা। ‘‘এই অবস্থায় দক্ষিণ-পূর্ব দিক থেকে জোলো হাওয়া বয়, গরমও থাকে। মাঝেমধ্যে বৃষ্টি হয়। এ ভাবেই এক সময় এসে পড়ে বর্ষা,’’ মন্তব্য এক আবহবিজ্ঞানীর। মৌসম ভবনের খবর, বুধবার নাগাদ গা-ঝাড়া দিতে পারে বর্ষা। তার পরে পূর্ব ভারতের দিকে এগোবে। আপাতত প্রাক্‌বর্ষার বৃষ্টিতেই স্বস্তি খুঁজছে বাংলা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE