পেম্বা শেরপা। ফাইল ছবি
অভিযাত্রী দল নিয়ে সফল শৃঙ্গ অভিযান করে ফেরার পথে দুর্ঘটনায় পড়লেন দার্জিলিঙের অভিজ্ঞ পর্বতারোহী পেম্বা শেরপা। শুক্রবার বিকেলে ক্যাম্পে ফেরার সময় ক্রিভাস অর্থাৎ বরফের খাঁজে আটকে যান তিনি। তাঁর ভাই পাসাং-সহ বাকি শেরপারা সঙ্গে সঙ্গেই উদ্ধারের কাজে নামেন। কিন্তু ক্রিভাসের কাছে এখনও কেউ পৌঁছতে পারেননি বলেই জানা গিয়েছে।
মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন অব কৃষ্ণনগর (ম্যাক) ও পুণের একটি দলকে নিয়ে পেম্বা শেরপা গিয়েছিলেন কারাকোরাম পর্বতমালার দুর্গম সাসেরকাংরি-৪ পর্বতশৃঙ্গ অভিযানে। তাঁদের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের প্রবীণ পর্বতারোহী বসন্ত সিংহরায়ও। শুক্রবার দুপুরে ম্যাক ও পুণের দলটির এক জন করে অভিযাত্রীকে সঙ্গে নিয়ে পর্বতশৃঙ্গে ওঠেন পেম্বা। কিন্তু ফেরার পথে ক্যাম্প ওয়ানে পৌঁছনোর আগেই বরফের খাঁজে আটকে যান পেম্বা।
একই সময়ে কারাকোরামে অন্য আরেকটি পর্বতশৃঙ্গে অভিযান চালাচ্ছিল ইন্দো টিবেটান বর্ডার পুলিশের নেতৃত্বে আরও একটি দল। খবর পেয়ে তাঁরাও উদ্ধারকার্যে যোগ দিয়েছেন। যদিও উদ্ধারকার্য এখন ঠিক কোন পর্যায়ে, সেই খবর এখনও বেস ক্যাম্পে এসে পৌঁছয়নি।
আরও পড়ুন: ব্যাঙ্ক ঋণ পেতে মাল্যের মতো স্মার্ট হোন! আদিবাসীদের ‘পরামর্শ’ কেন্দ্রীয় মন্ত্রীর
পশ্চিমবঙ্গের পর্বতারোহীদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে যুক্ত পেম্বা। দার্জিলিং মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের এই অভিজ্ঞ পর্বতারোহী আট বার মাউন্ট এভারেস্ট জয় করেছেন। এ ছাড়া উঠেছেন মাকালু, মানসলু, কাঞ্চনজঙ্ঘা-সহ একাধিক আটহাজারি পর্বতশৃঙ্গ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy