ওএমআর শিট সংক্রান্ত বিষয়ে কিছুই জানেন না তাঁর মক্কেল। অথচ অন্যেরা জামিনে ছাড়া পেয়ে গেলেও দীর্ঘ দিন ধরে বিনা কারণে হেফাজতে রাখা হয়েছে তাঁকে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন চেয়ে এ বার এমনটাই দাবি করলেন তাঁর আইনজীবী।
বৃহস্পতিবার বিচার ভবনে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলায় পার্থের আইনজীবী বিপ্লব গোস্বামী জানান, ওএমআর শিট সংক্রান্ত বিষয়ে কোনও নির্দেশ দেননি পার্থ। তিনি কিছুই জানেন না। তাঁর দাবি, এর আগে যখন ওএমআর সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট অভিযুক্তদের নাম-সহ চার্জশিট জমা দিয়েছিল সিবিআই, তাতেও পার্থের নাম ছিল না। এ ছাড়া, পার্থের বিরুদ্ধে যে চার্জশিট সিবিআই দিয়েছে, তাতেও এ সংক্রান্ত কোনও অভিযোগের উল্লেখ নেই। পার্থের আইনজীবী বলেন, ‘‘দীর্ঘ দিন এই মামলায় ওঁর নাম আসেনি। কোনও রকম জিজ্ঞাসাবাদও করা হয়নি। তা সত্ত্বেও দীর্ঘ দিন উনি হেফাজতে রয়েছেন। অন্য দিকে, অভিযুক্তদের অনেকেই অল্প সময় হেফাজতে থেকে ছাড়া পেয়ে গিয়েছেন।’’ এর পরেই যে কোনও শর্তে পার্থের জামিনের আবেদন করেছেন আইনজীবী।
আরও পড়ুন:
নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। গত সপ্তাহে ওই মামলার শুনানিতে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্থের জামিনের পক্ষে সওয়াল করেন তাঁর আইনজীবী। অন্য অভিযুক্তদের জামিন হলেও পার্থকে কেন জামিন দেওয়া হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি। উল্লেখ্য, নিয়োগ মামলায় সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্তের সংখ্যা ১১ জন। তার মধ্যে ৮ জন ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন। কেবল পার্থের জামিনের বিরোধিতা করে সিবিআই আদালতে জানিয়েছে, তাঁর নেতৃত্বেই নিয়োগ দুর্নীতি হয়েছে। তিনিই ছিলেন ‘মূল মাথা’। তাঁর তৎকালীন ওএসডিও গোপন জবানবন্দি দিয়েছেন। এখন জামিন দেওয়া হলে তদন্ত ব্যাহত হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।