ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিটিআর), কলকাতায় পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহীরা সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল এডুকেশন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন। মোট আসন সংখ্যা ২১।
ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা পিএইচডি করার সুযোগ পাবেন। এ ছাড়াও উল্লিখিত শাখার যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন এবং তাঁদের ৭.৫ সিজিপিএ স্কোর রয়েছে, এমন আগ্রহীদেরও ভর্তি নেওয়া হবে।
আরও পড়ুন:
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে পড়ুয়াদের মেধা যাচাই করা হবে। ভর্তি হতে আগ্রহীরা অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। এর জন্য আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের ২২ মে-র মধ্যে আবেদন জানাতে হবে। লিখিত পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ের জন্য বাছাই করা প্রার্থীদের ৫ এবং ৬ জুন সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে এনআইটিটিটিআর কলকাতার সল্টলেক ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।