Advertisement
E-Paper

২৬ হাজার চাকরি বাতিলের জের! প্রশাসনিক ‘সারপ্লাস ট্রান্সফার’ বাতিল, বদলি হওয়া শিক্ষকদের ফেরানো হবে পুরনো কর্মস্থলে

অভিযোগ, শূন্যপদে নিয়োগের ব্যবস্থা না করে কিছু শিক্ষক -শিক্ষিকাকে বাড়ি থেকে ৩০০ কিমি দূরত্ব পর্যন্ত সারপ্লাস ট্রান্সফারের নির্দেশ দেওয়া হয়েছিল।

West Bengal School Teacher.

প্রতীকী ছবি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১২:৫৬
Share
Save

সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। এর প্রভাব পড়ল শিক্ষক-শিক্ষিকাদের বদলি প্রক্রিয়াতেও! ‘সারপ্লাস ট্রান্সফার’-এর আওতাধীন বদলি প্রক্রিয়া সংক্রান্ত নির্দেশিকা প্রত্যাহার করল রাজ্য সরকার।

ছাত্র-শিক্ষকের সংখ্যার অনুপাত সঠিক রাখতে ২০২৩ সালে রাজ্য সরকারের তরফে এই বিশেষ ‘সারপ্লাস ট্রান্সফার’-এর প্রক্রিয়া চালু করা হয়। সেই প্রক্রিয়ার নির্দেশিকাই প্রত্যাহার করে নিয়েছে স্কুল শিক্ষা দফতর। এই প্রক্রিয়ায় যাঁদের বদলি করা হয়েছিল, তাঁদের পুরনো কর্মস্থলেই ফেরানো হবে। শিক্ষামহলের একাংশের দাবি, প্রশাসনিক বদলির নামে দূরবর্তী স্থানে বদলি এবং চিকিৎসাজনিত কারণে বদলির আবেদনও খারিজ করা হয়েছে।

মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদারের অভিযোগ, রাজ্যের প্রচুর শূন্যপদে নিয়োগের ব্যবস্থা না করে কিছু শিক্ষক-শিক্ষিকাকে বাড়ি থেকে প্রায় ১৫০ থেকে ২০০ কিমি এমনকি ৩০০ কিমি দূরত্ব পর্যন্ত ‘সারপ্লাস ট্রান্সফার’-এর নির্দেশ দেওয়া হয়েছিল। অথচ নিয়ম অনুযায়ী, বদলির ক্ষেত্রে সর্বাধিক দুরত্ব ৫০ কিমি পর্যন্ত হতে পারে। তিনি আরও বলেন, “বহু বছর দূরে চাকরি করে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বাড়ির কাছাকাছি স্কুলে বদলি নিয়ে আসা শিক্ষকদের উপরও এই নির্দেশ বলবৎ করা হয়েছিল।”

উল্লেখ্য, উচ্চপ্রাথমিকে ৪৮৯ জন এবং মাধ্যমিক-উচ্চমাধ্যমিক মিলিয়ে ৪৯০ জনের সারপ্লাস বদলির নির্দেশ জারি করা হয়েছিল। ইতিমধ্যেই এদের মধ্যে ৬০৫ জনের বদলি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আবার এদের মধ্যে ‘মেডিক্যালি আনফিট’ বিভাগে বদলি করা হয় ১২০ জনকে। অভিযোগ, এই ১২০ জন বদলির বিষয়ে কিছুই জানতেন না। পরবর্তীকালে তাই এই বিভাগের বদলি বাতিল করা হয়। এর পরও বদলি নিয়ে বিভ্রান্তি এবং হয়রানির অভিযোগ বারবার উঠেছে। বিকাশ ভবন সূত্রে খবর, প্রায় ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের পর শিক্ষকদের নিয়ে নতুন করে কোনও আইনি জটিলতা চাইছে না সরকার।

কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেস-এর সম্পাদক সৌদীপ্ত দাস বলেন,“সারপ্লাস খুব আপেক্ষিক শব্দ। বর্তমান পরিস্থিতিতে অনেক স্কুলেই শিক্ষক-শিক্ষিকাদের আসন শূন্য। হয়তো পরিস্থিতি সামলাতেই সরকারের এই সিদ্ধান্ত। কিন্তু এর জন্য আগের বদলি বাতিল হলে তাতে স্কুলগুলির সমস্যা বাড়বে বই কমবে না।”

তবে এই বদলিকে শিক্ষামহলের আর এক অংশ নিজেদের জয় বলেও ধরে নিচ্ছেন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের দাবি, ‘‘বহু দিন ধরে এই বদলির বিরুদ্ধে লড়াই চলছিল, কারণ শিক্ষক-শিক্ষিকদের অনেক দূরে ট্রান্সফার করে দেওয়ায় অসুবিধা হচ্ছিল। যদিও তিনি এ-ও অভিযোগ করেছেন, এরই মাঝে কিছু ব্যক্তি শিক্ষক- শিক্ষিকাদের অসহায় অবস্থার সুযোগকে হাতিয়ার করে টাকা আদায় করেছেন।’’

West Bengal SSC Scam

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।