Advertisement
০৩ নভেম্বর ২০২৪
বিল বকেয়া থাকার অভিযোগ

বুলেটের রেস্তোরাঁয় ছিন্ন বিদ্যুৎ সংযোগ

‘মানুষের স্বার্থে’ ভুয়ো বিলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল সে। বিদ্যুৎ দফতরে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কলার ধরে শাসানোর অভিযোগও উঠেছিল। বিদ্যুতের বিল বকেয়া থাকায় সেই বহিষ্কৃত যুব তৃণমূল নেতা বিশ্বজিৎ রায়ের রেস্তোরাতেই বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হল। গত শনিবার দুপুর ১২টা নাগাদ বিদ্যুৎ দফতরের কর্মীরা তার রেস্তোরাঁয় গিয়ে সংযোগ কেটে দেন।

বন্ধ সেই রেস্তোরাঁ। ছবি: মনোজ মুখোপাধ্যায়।

বন্ধ সেই রেস্তোরাঁ। ছবি: মনোজ মুখোপাধ্যায়।

অভিজিৎ সাহা
মালদহ শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৪ ০২:৪৬
Share: Save:

‘মানুষের স্বার্থে’ ভুয়ো বিলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল সে। বিদ্যুৎ দফতরে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কলার ধরে শাসানোর অভিযোগও উঠেছিল। বিদ্যুতের বিল বকেয়া থাকায় সেই বহিষ্কৃত যুব তৃণমূল নেতা বিশ্বজিৎ রায়ের রেস্তোরাতেই বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হল।

গত শনিবার দুপুর ১২টা নাগাদ বিদ্যুৎ দফতরের কর্মীরা তার রেস্তোরাঁয় গিয়ে সংযোগ কেটে দেন। সেদিন থেকেই বন্ধ রয়েছে রেস্তোরাঁটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে বুলেট রেস্তোরাঁটি তৈরি করলেও কাগজে কলমে নাম রয়েছে তার বাবার। ভালো মানের খাবার পাওয়া যেত ফলে দৈনিক বহু মানুষ ভিড় জমাতেন এখানে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত্রি ১১টা পর্যন্ত খোলা থাকত এই রেস্তোরা।ঁ কর্মী রয়েছেন মোট ১৫ জন। তিনদিন ধরে রেস্তোরাঁ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তাঁরা। রেস্তোরাঁর এক কর্মীর সূত্রে জানা গিয়েছে,এক মাসে ছ’হাজার টাকা বিল বাকি রয়েছে। দফতরের কর্মীরা আগে না জানিয়ে হঠাৎ করে বিদ্যুতের সংযোগ কেটে দেওয়ায় রেস্তোরাঁটি বন্ধ রাখা হয়েছে। রেস্তোরাঁর ঠিক নিচের তলায় বুলেটের নিজস্ব কার্যালয়টিও বন্ধ রয়েছে। তবে তার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ কাটা হয়নি। বুলেটের দাদা অমিতাভ রায় বলেন,“এই বিষয়ে আমাদের কিছু বলার নেই।” এই বিষয়ে কথা বলার জন্য বিদ্যুৎ দফতরের বিভাগীয় ম্যানেজার শৈবাল মজুমদারের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

এ দিন বুলেটের সঙ্গেই ধরা দিয়েছে তার আরও দুই সঙ্গী। এদের একজন বাসুদেব পোদ্দার। তাঁর বাড়ি ইংরেজবাজারের কৃষ্ণপল্লি এলাকায়। তিনি বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মী। অপরজনের নাম অনুপ সাহা। তাঁর বাড়ি ইংরেজবাজারের গৌড় রোড এলাকায়। পুরাতন মালদহের গৌড় কলেজ থেকে সমাজ বিদ্যায় স্নাতক অনুপ এখন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে পরিবারের লোকেদের দাবি। তাদের দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

গত শুক্রবার দুপুরে বিদ্যুৎ দফতরের বিভাগীয় অফিসে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অনুগামীদের সঙ্গে স্মারকলিপি দিতে যায় মালদহের যুব তৃণমূলের সহ সভাপতি বিশ্বজিৎ। দফতরের দুই বিভাগীয় ইঞ্জিনিয়রকে ব্যাপক হেনস্থা ও কলার ধরে শাসানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তা নিয়ে শোরগোল পড়ে গোটা রাজ্যে। ওই রাতে দল থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয় তাকে। বহিষ্কার হতেই বিদ্যুৎ দফতরের তরফ থেকে বুলেট সহ তার অন্যান্য অনুগামীদের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে তার অনুগামীদের গ্রেফতার করলেও এতদিন অধরা ছিল বুলেট।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE