Advertisement
০৩ নভেম্বর ২০২৪

বুলেট এখনও বেপাত্তা, গ্রেফতার ২ সঙ্গী

বিদ্যুৎ বণ্টন দফতরের সহকারী ইঞ্জিনিয়ারকে কলার ধরে শাসানোয় অভিযুক্ত যুব তৃণমূল নেতা (সদ্য বহিষ্কৃত) বিশ্বজিৎ রায় ওরফে বুলেট এখনও অধরা। তবে সে অধরা থাকলেও তার দুই অনুগামীকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। শনিবার মালদহ জেলা আদালতের বিচারক ধৃত তন্ময় চৌধুরী ও অনুরাগ দাসকে দু’দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

বিদ্যুৎ দফতরের আধিকারিকদের হেনস্থায় ধৃত দুই যুব তৃণমূলকর্মীকে শনিবার সি জে এম আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: মনোজ মুখোপাধ্যায়

বিদ্যুৎ দফতরের আধিকারিকদের হেনস্থায় ধৃত দুই যুব তৃণমূলকর্মীকে শনিবার সি জে এম আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: মনোজ মুখোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৪ ০১:৩৭
Share: Save:

বিদ্যুৎ বণ্টন দফতরের সহকারী ইঞ্জিনিয়ারকে কলার ধরে শাসানোয় অভিযুক্ত যুব তৃণমূল নেতা (সদ্য বহিষ্কৃত) বিশ্বজিৎ রায় ওরফে বুলেট এখনও অধরা। তবে সে অধরা থাকলেও তার দুই অনুগামীকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। শনিবার মালদহ জেলা আদালতের বিচারক ধৃত তন্ময় চৌধুরী ও অনুরাগ দাসকে দু’দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিদুৎ বণ্টন দফতরের বিভাগীয় ম্যানেজার শৈবাল মজুমদারের করা অভিযোগের ভিত্তিতে বুলেট ও তার অনুগামীদের বিরুদ্ধে চারটি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে সরকারি কর্মীদের মারধর, তাঁদের কাজে বাধা দেওয়া, হুমকি দেওয়া ও দলবদ্ধ ভাবে অপরাধের অভিযোগ। শুক্রবার দুপুরে বিদ্যুৎ বণ্টন দফতরের ইংরেজবাজারের বিভাগীয় অফিসে প্রায় দেড় ঘণ্টা ধরে ওই ভাবে তাণ্ডব চালানোর পরে রাতে বুলেটকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে দেয় তৃণমূল। কিন্তু ইংরেজবাজার থানার কাছেই একটি রেস্তোরাঁর মালিক ওই যুবককে পুলিশ খুঁজে পায়নি। মালদহের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।”

বুলেটের বাবা অশোক রায় অবশ্য ছেলে কোনও অন্যায় করেছে বলে মানতে রাজি নন। তাঁর বক্তব্য, “বিদ্যুতের ভুয়ো বিলে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে। সেই পরিস্থিতির প্রতিবাদ করে আমার ছেলে অন্যায় কিছু করেনি।” সেই সঙ্গে তাঁর অভিযোগ, বুলেট তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ‘শিকার’।

তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন অবশ্য অশোকবাবুর অভিযোগ মানেননি। বলেছেন, “যারা এমন কাণ্ড ঘটায়, দল তাদের প্রশ্রয় দেয় না।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE