শিল্পীদের রং বিলি।—নিজস্ব চিত্র।
প্রতিমা তৈরির কাজ প্রায় শেষপথে। এতদিনে মৃত্শিল্পীদের বিষাক্ত ধাতু বিহীন পরিবেশবান্ধব রং বিলির উদ্যোগ নিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বুধবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী গৌতম দেব তাঁদের হাতে ওই সমস্ত রং তুলে দেন। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে রঙ বিলির জন্য শিল্পীদের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে ডাকা হয়েছিল। দিন কয়েক পরেই পুজো, অধিকাংশ প্রতিমা রং করার কাজ হয়ে গিয়েছে। তাই এত দেরিতে রং বিলি নিয়ে প্রশ্ন তুলেছেন শিল্পীরা । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “আমিও এ ব্যাপারে শিল্পীদের সঙ্গে সহমত। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে বিশ্বকর্মা পূজোর অন্তত সপ্তাহখানেক আগে রং বিলি ও সচেতনতা প্রচার করা হলে ভাল হয়।” মন্ত্রী জানান, পরিবেশ বান্ধব এই রং মৃত্শিল্পীদের ব্যবহার করা উচিত। তা না হলে এই প্রচেষ্টা সফল হবে না। মৃত্শিল্পীদের হাতে এই রং যাতে সহজেই পৌঁছয়,বিপণনের দায়িত্বে থাকা কোম্পানিগুলির তা দেখা দরকার। কেন না বিশ্ব জুড়েই পরিবেশ সচেতনতার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ব্যাপারে সবার এগিয়ে আসা উচিত। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে জানা গিয়েছে, এ দিন ২৫ জন মৃত্শিল্পীকে পরিবেশ বান্ধব এই রং বিলি করা হয়েছে। এক লিটার করে তিন রকমের রং শিল্পীদের দেওয়া হয়। মৃত্শিল্পী ভোলানাথ পাল, বিপদ পাল, সত্য পালরা জানান, এই উদ্যোগ ভাল। তবে আগে থেকে প্রচার হলে এবং শিল্পীদের এ ধরনের রং বিলির ব্যবস্থা করা হলে ভাল হয়।
গত বছরও মৃত্শিল্পীদের পরিবেশ বান্ধব রং ব্যবহারে উত্সাহ দিতে এ ধরনের কর্মসূচি নিয়েছিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পর্ষদের শিলিগুড়ি আঞ্চলিক শাখার আধিকারিক গৌতম পাল বলেন,“আগামী দিনে যাতে আগে থেকে ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হয় সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy