ইস্তাহার প্রকাশ করছেন ভাইচুং ভুটিয়া। ছবি: বিশ্বরূপ বসাক।
পাহাড়ের বাসিন্দাদের জন্য এ বার পৃথক ইস্তাহার প্রকাশ করল তৃণমূলও। শনিবার শিলিগুড়িতে দলীয় কার্যালয়ে ইস্তাহারটি প্রকাশ করেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ভাইচুং ভুটিয়া। তাতে ষোলো দফায় বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি রয়েছে। এর আগে সিপিএমও পাহাড়ের উন্নয়ন নিয়ে আলাদা পুস্তিকা প্রকাশ করেছে।
এ দিন ভাইচুং জানান, পাহাড়ের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নানা সমস্যা রয়েছে। সে সব মাথায় রেখেই ইস্তাহারটি প্রকাশ করা হল। তাঁর কথায়, “পাহাড়ের জন্য সততা নিয়ে কাজ করবেন এমন রাজনৈতিক নেতা প্রয়োজন। কেন না দীর্ঘদিন ধরে পাহাড়ে উন্নয়ন হয়নি। পানীয় জলের সমস্যায় ভুগছেন বাসিন্দারা। কোথাও যোগাযোগের সুষ্ঠু রাস্তা নেই। অথচ এত দিন কেউ না কেউ পাহাড়ের আসনে জিতে এসেছেন। কিন্তু বাসিন্দাদের সমস্যা মেটাতে তাঁরা সচেষ্ট হননি।” তাঁর দাবি, পাহাড়ে উন্নয়ন নেই বলেই লেপচা, তামাং, লিম্বুর মতো বিভিন্ন সম্প্রদায়ের বাসিন্দারাও নিজেদের উন্নয়নের জন্য আলাদা বোর্ড গড়ার দাবি তুলছেন। সরকার পাহাড়ের উন্নয়নের চেষ্টা করছে বলে ভাইচুং দাবি করেন।
ইস্তাহারে দার্জিলিঙের জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজ এবং করমুক্ত এলাকা ঘোষণার কথা রয়েছে। ব্যাক ওয়ার্ড রিজিয়ন গ্র্যান্ড ফান্ড (বিআরজিএফ) প্রকল্পে এই এলাকাকে অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়েছে। রয়েছে চাকরিতে সংরক্ষণের ক্ষেত্রে তফসিলি জাতি, উপজাতিদের সমস্ত সুবিধা দেওয়া, পাহাড়ের কর্মরত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করা, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গড়ে তোলার আশ্বাস। কার্শিয়াঙে মেডিক্যাল কলেজ, কালিম্পংয়ে ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি, হিমালয়ান মাউন্টেয়ারিং ইন্সস্টিটিউটকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আশ্বাসও তৃণমূলের তরফে দেওয়া হয়েছে। এ ছাড়া তেনজিং নোরগেকে ভারতরত্ন দিতে দল উদ্যোগী হবে বলেও লেখা হয়েছে। ইস্তেহারে স্থান পেয়েছে পাহাড়ের বিভিন্ন এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তোলা, অ্যডভেঞ্চার ট্যুরিজম, আন্তর্জাতিক চা-প্রদর্শনী গড়ে তোলার মতো বিভিন্ন বিষয়ও। তবে, ইস্তাহারে কোথাও গোর্খাল্যান্ডের প্রসঙ্গ নেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy