Advertisement
০৮ নভেম্বর ২০২৪

আক্রমণাত্মক হোন, পরামর্শ সূর্যের

রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দলীয়, নেতা কর্মীদের আক্রমণাত্মক হওয়ার পরামর্শ দিলেন সিপিএম নেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। বুধবার সন্ধ্যায় শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে দলের প্রয়াত প্রাক্তন সাংসদ আনন্দ পাঠকের স্মরণসভা হয়।

আনন্দ পাঠকের স্মরণসভায় বিমান বসু ও সূর্যকান্ত মিশ্র।—নিজস্ব চিত্র।

আনন্দ পাঠকের স্মরণসভায় বিমান বসু ও সূর্যকান্ত মিশ্র।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৫ ০২:৩৩
Share: Save:

রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দলীয়, নেতা কর্মীদের আক্রমণাত্মক হওয়ার পরামর্শ দিলেন সিপিএম নেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। বুধবার সন্ধ্যায় শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে দলের প্রয়াত প্রাক্তন সাংসদ আনন্দ পাঠকের স্মরণসভা হয়। সেখানে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট সামনে এনে সূর্যবাবু বলেন, “রাজ্যের শাসক দল এখন পরিস্থিতির জেরে রক্ষণাত্মক হয়ে পড়ছে। এটাই আমাদের কাছে সঠিক সময়। মানুষকে ঐক্যবদ্ধ করে বিভিন্ন বিষয় নিয়ে আক্রমণাত্মক ভূমিকা নিতে হবে।”

দলীয় সূত্রের খবর, বিধানসভার নির্বাচনের হারের পর থেকে গোটা রাজ্যের সঙ্গে এ জেলাতেও অনেকটাই ‘ব্যাকফুটে’ চলে যায় সিপিএম। িবিভিন্ন গ্রাম পঞ্চায়েত স্তর থেকে শুরু করে মহকুমা পরিষদ অবধি বহু নেতানেত্রী শাসক দলে নামও লেখান। অনেক সময়ই আন্দোলনে মানুষের যোগদান বা সাড়া নিয়ে দলের অন্দরেই প্রশ্ন ওঠে। আগামী এপ্রিলে পুরসভা নির্বাচন হওয়ার কথা। তার পরেই মহকুমা পরিষদ নির্বাচন। এই পরিপ্রেক্ষিতে সূর্যবাবুর পরামর্শ অত্যন্ত তাত্‌পর্যপূর্ণ বলে দলের প্রথম সারির জেলার নেতারাই মনে করছেন।

তাঁদের কয়েকজন জানান, বামফ্রন্টগত ছাড়াও অন্য বামপন্থী দলগুলিকে নিয়ে রাস্তায় নেমেছে দল। নাগরিক পরিষেবা, দুর্নীতির প্রশ্ন কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্র বিলি করার নির্দেশও দেওয়া হয়েছে। এই আন্দোলন যাতে আরও গতি পায়, আন্দোলনে আরও বেশি মানুষকে সামিল বেশি করে করা যায়, সেই পরামর্শই ওই বক্তব্যের মাধ্যমে দিয়ে গিয়েছেন সূর্যবাবু।

বিরোধী দলনেতা আন্দোলনের মাত্রা বাড়ানোর পরামর্শ দিলেও দলের রাজ্য সম্পাদক বিমান বসু অবশ্য বক্তব্য রাখতে গিয়ে নেতা, কর্মীদের সরল, সাধাসিধে জীবন যাপনের উপর জোড় দেন। বিমানববাবুর কথায়, “আনন্দ পাঠকের মত নেতাদের দেখে অনুসরণ করতে হবে। মানুষকে সঙ্গে নিয়ে চা বাগিচা থেকে ভাষা থেকে স্বায়ত্বশাসনের দাবিতে কী আন্দোলনই না উনি করেছেন। এটা দেখে সবাইকে শিক্ষা নিতে হবে। সরল সাধাসিধা জীবনযাপন করতে হবে।”

এদিনের সভায় দলের নেতা তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য, জেলা সম্পাদক জীবেশ সরকার ছাড়াও জেলার অধিকাংশ নেতাই উপস্থিত ছিলেন। সভায় তাঁর বাবার জীবনের নানা দিক তুলে ধরেন আনন্দ পাঠকের ছোট ছেলে তথা প্রাক্তন সাংসদ সমন পাঠকও। সভার শুরুতেই সিপিআই, আরএসপি, সিপিআরএম, ফরওয়ার্ড ব্লক, সিপিআই (এমএল) লিবারেশন, এসইউসি-র নেতাও প্রয়াত সিপিএম সাংসদের প্রতি শ্রদ্ধা জানান।

অন্য বিষয়গুলি:

ananda pathak suryakanta mishra left front workers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE