অফিসে ধূমপান নিয়ে নির্দেশিকা কর্নাটক সরকারের। প্রতিনিধিত্বমূলক ছবি।
অফিসের ভিতর হোক বা অফিস চত্বর, কোনও জায়গাতেই ধূমপান করতে পারবেন না। অগ্রাহ্য করলে বা নির্দেশিকা অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কর্মীদের জন্য এমনই নির্দেশ জারি হল কর্নাটকে। কর্মীদের স্বাস্থ্য এবং ধূমপান করেন না এমন লোকজনের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। শুধু তা-ই নয়, এ বিষয়ে কর্মীদের মধ্যে ধূমপান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেও এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার (ডিপিএআর) দফতরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। অফিসের ভিতরে ধূমপান, গুটখা, পানমশলা এবং তামাকদ্রব্যের যথেচ্ছ ব্যবহারের ভূরি ভূরি অভিযোগ জমা পড়েছিল সরকারের কাছে। বিধিবদ্ধ সতর্কীকরণ থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে যথেচ্ছ হারে অফিসের ভিতর এবং অফিস চত্বরে ধূমপান চলে, এমনই অভিযোগ পাওয়ার পরই নির্দেশিকা জারি করল সরকার।
নির্দেশিকায় বলা হয়েছে, কর্মীদের স্বাস্থ্যের নিরাপত্তা সুনিশ্চিত করাই মূল লক্ষ্য। সেই লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য তড়িঘড়ি উদ্যোগী হল কর্নাটক সরকার। শুধু তা-ই নয়, নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি সরকারি অফিসে নির্দিষ্ট জায়গায় ধূমপান সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়া থাকবে, এমন ডিসপ্লে বোর্ড লাগাতে হবে। যদি তার পরেও কোনও কর্মী এই নির্দেশ অমান্য করেন, তা হলে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যথাযথ পদক্ষেপ করা হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy