Advertisement
০৬ নভেম্বর ২০২৪

ভিভানের অপেক্ষায় দিন গোনা বেঙ্গল সাফারি পার্কে

জামশেদপুর থেকে পরিবারের নতুন সদস্য ভিভান আসার ৪৮ ঘণ্টা আগে বেঙ্গল সাফারিতে প্রথমবার মুখোমুখি হল শীলা ও স্নেহাশিস। গত বৃহস্পতিবার বিকাল থেকে শিলিগুড়ির অদূরে টাইগার সাফারির ২০ হেক্টর জঙ্গলে দুই রয়্যাল বেঙ্গলকে টাইগারকে একসঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে।

নতুন: এই বাঘটিই আসছে সাফারি পার্কে। নিজস্ব চিত্র

নতুন: এই বাঘটিই আসছে সাফারি পার্কে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৭ ০৬:২০
Share: Save:

জামশেদপুর থেকে পরিবারের নতুন সদস্য ভিভান আসার ৪৮ ঘণ্টা আগে বেঙ্গল সাফারিতে প্রথমবার মুখোমুখি হল শীলা ও স্নেহাশিস। গত বৃহস্পতিবার বিকাল থেকে শিলিগুড়ির অদূরে টাইগার সাফারির ২০ হেক্টর জঙ্গলে দুই রয়্যাল বেঙ্গলকে টাইগারকে একসঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে।

বন দফতর সূত্রের খবর, প্রথমে সামান্য মারামারি, হাতাহাতি করলেও শুক্রবার সকালের পর থেকে একসঙ্গেই ঘোরাঘেরা করছে বাঘ দু’টি। প্রথম রাতে খাবার না খেলেও পরে দু’জনই খাবার খেয়েছে। দিনরাত অন্তত ১০ জন প্রশিক্ষিত বনকর্মী দু’টি গাড়ি নিয়ে টাইগার সাফারির নির্দিষ্ট এলাকার মধ্যেই রয়েছেন। একে অপরের সঙ্গে মানিয়ে নেওয়ার আগে অনেক সময়ই রয়্যাল বেঙ্গল টাইগার আরেকজনের উপর প্রাণঘাতী হামলা করে বসে। তা ঠেকাতেই ঘুমপাড়ানি গুলি, জাল-সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে বনকর্মীরা থাকছেন।

এর মধ্যেই আজ, শনিবার দুপুরের মধ্যে নতুন পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগার ভিভান সাফারিতে চলে আসবে। শুক্রবার সকালে সেটিকে নিয়ে জামশেদপুর থেকে বনকর্মীরা রওনা হয়ে গিয়েছেন। ভিভান আসলে সাফারিতে বাঘের সংখ্যা দাঁড়াবে ৩টি। যদিও তাকে এখন আলাদাই বেশ কিছুদিন রাখা হবে। পরে করে তাকে জঙ্গলে ছাড়া হবে। গত বছরের ডিসেম্বরে শীলা ও স্নেহাশিস কলকাতা থেকে আসার পর এতদিন আলাদাই থেকেছে।

একসঙ্গে দু’টি বাঘকে পর্যবেক্ষণে রাখায় গত দু’দিন টাইগার সাফারিও বন্ধ রয়েছে। শনিবার অবশ্য তা চালু হওয়ার কথা। বেঙ্গল সাফারির অধিকর্তা অরুণ মুখোপাধ্যায় বলেন, ‘‘গত দশ মাসে আলাদা থাকলেও সময় এসেছে, ওদের একসঙ্গে থাকার। শীলার তরফে স্নেহাশিসকে নিয়ে আমরা প্রথমে বিরক্তি, আপত্তি দেখি। পরে ঠিক হয়েছে। আশা করছি, নতুন বাঘটিও সাফারির পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেবে।’’

বন দফতরের সূত্রের খবর, নতুন রয়াল বেঙ্গল টাইগার ছাড়াও হগ ডিয়ার, সাম্বারও বেঙ্গল সাফারিতে আসছে। ভিভানের বয়স ৩ বছর ৩ মাস। বাবা রাঘব এবং মা শান্তির ছেলে ভিভানের জন্ম জামশেদপুরের টাটা চিড়িয়াখানায়।

অন্য বিষয়গুলি:

Bengal Safari Park Tiger
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE