Advertisement
০৫ নভেম্বর ২০২৪

তল্লাশি হবে শিক্ষকদেরও

আজ, সোমবার শুরু উচ্চ মাধ্যমিক। ময়নাগুড়ির সুভাষনগর হাইস্কুলে পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে সেন্টার সেক্রেটারির উপস্থিতিতে ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের এই তল্লাশি চালান হবে স্কুল সূত্রে জানা গিয়েছে৷

প্রস্তুতি: আজ শুরু উচ্চ মাধ্যমিক। তার আগে বালুরঘাটের একটি স্কুলে শেষ মুহূর্তের কাজ চলছে। নিজস্ব চিত্র

প্রস্তুতি: আজ শুরু উচ্চ মাধ্যমিক। তার আগে বালুরঘাটের একটি স্কুলে শেষ মুহূর্তের কাজ চলছে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৮ ০২:২৫
Share: Save:

সুভাষনগর হাইস্কুলে মাধ্যমিকে প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারির পরে উচ্চ মাধ্যমিকে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনের প্রবেশ রুখতে এ বার তাই তল্লাশি হবে শিক্ষিক-শিক্ষিকাদেরও৷

আজ, সোমবার শুরু উচ্চ মাধ্যমিক। ময়নাগুড়ির সুভাষনগর হাইস্কুলে পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে সেন্টার সেক্রেটারির উপস্থিতিতে ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের এই তল্লাশি চালান হবে স্কুল সূত্রে জানা গিয়েছে৷

মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার দিন সুভাষনগর হাইস্কুলের ভেনু সপারভাইজার তথা প্রধান শিক্ষকের বিরুদ্ধে সময়ের আগে প্রশ্নপত্র খোলার অভিযোগ উঠেছিল৷ গোটা রাজ্যে হইচই পড়ে যায়৷ ঘটনার তদন্ত শুরু করে মধ্য শিক্ষা পর্ষদ৷

উচ্চ মাধ্যমিকে সেন্টার সেক্রেটারির দায়িত্ব সহকারী প্রধান শিক্ষক নিরঞ্জন অধিকারীর। রবিবারই নিরঞ্জনবাবু জানিয়েছিলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমস্ত নিয়ম যাতে ছ’টি স্কুলে কঠোর ভাবে পালন করা হয়, তা দেখা হবে৷ স্কুল সূত্রের খবর, সেই নিয়মের যাতে কোন ফাঁক না থাকে সে জন্য সুভাষ নগর হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা যাতে পরীক্ষার সময় স্কুলে মোবাইল নিয়ে প্রবেশ করতে না পারেন সেজন্য তাদের তল্লাশি করা হবে৷

নিরঞ্জনবাবু বলেন, ‘‘উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিয়ম রয়েছে কোন ছাত্র-শিক্ষক মোবাইল ফোন নিয়ে স্কুলে প্রবেশ করতে পারবেন না৷ সেই নিয়ম অনুযায়ী আমাদের স্কুলের অধীনে থাকা ছয়টি পরীক্ষা কেন্দ্রের কোন শ্রেণীকক্ষে ৪০জনের বেশি পরীক্ষার্থী থাকলে মোবাইল তল্লাশির জন্য সেখানে একজনকে নিযুক্ত করা হবে৷ পাশাপাশি সুভাষ নগর হাই স্কুলে প্রবেশের সময় সমস্ত শিক্ষক-শিক্ষিকারও তল্লাশি হবে৷ পরীক্ষাকে ঘিরে পরবর্তীতে যাতে কোনও প্রশ্ন না ওঠে সে জন্যই এই ব্যবস্থা৷’’ তিনি জানান, মহিলা শিক্ষকদের তল্লাশির দায়িত্ব মহিলা কর্মীদেরই দেওয়া হবে।

মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে ঘিরে থমথমে পরিবেশের পাশাপাশি একটা চাপা উত্তেজনাও রয়ে গিয়েছে ময়নাগুড়িতে৷ এলাকার মোট ১৪টি পরীক্ষা কেন্দ্রে প্রতিটিতে পুলিশি প্রহরা থাকবে। পুলিশের চারটি গাড়ি ময়নাগুড়িতে টহল দেবে৷

এ দিকে সোমবার ময়নাগুড়িতে হরিদয়াল রায়ের পক্ষে মিছিল করে অভিভাবক, প্রাক্তন ছাত্র ও বর্তমান ছাত্র-ছাত্রীদের একাংশ৷ মিছিলে হরিদয়ালবাবুর পক্ষে থাকা তৃণমূল নেতাদের মদত রয়েছে বলে অভিযোগ৷ যদিও শাসক দলের নেতারা তা মানতে চাননি৷ মিছিলে যোগ দেওয়া বিশ্বনাথ রায় বলেন, ‘‘দুই শিক্ষকের চক্রান্তে এমন ঘটনা ঘটেছে৷ তাই আমরা পথে নেমেছি৷ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই৷’’

অন্য বিষয়গুলি:

Higher Secondary Examination 2018 Teachers Students
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE