Advertisement
২১ নভেম্বর ২০২৪
Ration Scam

মালদহে রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বাতিল হল লাইসেন্স, জরিমানা সাত কোটিরও বেশি!

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সাহাবাগানচক এলাকায় ওই রেশন ডিলারের নিজস্ব দোকান রয়েছে। অভিযোগ, ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে একাধিক বার রেশন কার্ডের অপব্যবহার, সরকারি খাদ্য সামগ্রী বন্টনে দুর্নীতি-সহ নানা অপকর্মে জড়িত ছিলেন তিনি।

স্থানীয়দের দাবি, বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক চন্দনা সরকারের ঘনিষ্ঠ ছিলেন ওই রেশন ডিলার।

স্থানীয়দের দাবি, বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক চন্দনা সরকারের ঘনিষ্ঠ ছিলেন ওই রেশন ডিলার। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কালিয়াচক শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ২২:০৫
Share: Save:

মালদহের কালিয়াচক-৩ ব্লকের এক রেশন ডিলারকে সাত কোটি ৮৬ হাজার টাকা জরিমানা করল জেলা খাদ্য সরবরাহ দফতর! পাশাপাশি ওই রেশন ডিলারের লাইসেন্স বাতিল করে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। সরকারি সূত্রে খবর, রেশনে কারচুপি এবং সরকারি খাদ্য সামগ্রীতে দুর্নীতির অভিযোগেই এই কড়া ব্যবস্থা নিয়েছে জেলা খাদ্য দফতর। যদিও খাদ্য দফতরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত রেশন ডিলার।

খাদ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই রেশন ডিলার যে ভাবে সরকারি খাদ্য সামগ্রীতে দুর্নীতি করেছেন, তার জেরেই এই বিপুল অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। মালদহ জেলা খাদ্য নিয়ামক শাশ্বতসুন্দর দাস জানিয়েছেন, কালিয়াচক-৩ ব্লকের সাহাবাগান চকের ওই রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে সদর মহকুমা খাদ্য দফতরের পক্ষ থেকে তাঁকে সাসপেন্ড (নিলম্বিত) করে সাত কোটি ৮৬ হাজার টাকার জরিমানা ধার্য করা হয়েছে। শাশ্বত বলেন, ‘‘ঘটনাটি আমার মালদহ জেলায় দায়িত্ব নেওয়ার আগে ঘটেছে। তবে মালদহ সদর খাদ্য দফতরের পক্ষ থেকে যথাযথ তদন্ত করেই এই জরিমানা ধার্য করা হয়েছিল।’’

জেলা খাদ্য দফতর সূত্রে আরও জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সাহাবাগান চক এলাকায় ওই রেশন ডিলারের নিজস্ব দোকান রয়েছে। অভিযোগ, ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে একাধিক বার রেশন কার্ডের অপব্যবহার, সরকারি খাদ্য সামগ্রী বন্টনে দুর্নীতি-সহ নানা অপকর্মে তাঁর নাম জড়িয়েছে। এমনকি রাজ্য দুর্নীতি দমন শাখার অফিসেও কয়েক মাস আগে তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়। পাশাপাশি জেলা খাদ্য দফতরেও ওই ডিলারের নানা দুর্নীতিমূলক কাজের প্রমাণ-সহ একটি অভিযোগপত্রে গণস্বাক্ষর করেন এলাকার রেশন গ্রাহকদের একাংশ। এর পরেই নড়েচড়ে বসেন আধিকারিকেরা। শুরু হয় তদন্ত। তাতেই একের পর এক কীর্তি উঠে আসে! জানা গিয়েছে, গত আট বছর ধরে রেশন সামগ্রী বন্টনে অনিয়ম, রেশন বিলির ক্ষেত্রে কোনরকম রসিদ না কাটা, রেশন কার্ডের অপব্যবহার-সহ নানা কিছু চলত তাঁর মদতেই। এর পর অভিযুক্ত রেশন ডিলারকে সাসপেন্ড করে জরিমানা বাবদ সাত কোটি ৮৬ হাজার টাকা জরিমানা ধার্য করে জেলা খাদ্য দফতর।

সাহাবাগানচক এলাকার রেশন গ্রাহকদের একাংশের অভিযোগ, ওই ডিলারের কাছে নিয়মিত সরকারি খাদ্য সামগ্রী পাওয়া যেত না। অভিযোগ, সীমান্তের অপর পারেও রেশন সামগ্রী পাচার করা হত। কখনও কখনও ভুয়ো রেশন কার্ড তৈরিতেও মদত দিতেন তিনি। এ ছাড়াও স্থানীয়দের দাবি, সাহাবাগানচক এলাকার তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি। বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক চন্দনা সরকারেরও ঘনিষ্ঠ ছিলেন এই রেশন ডিলার। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে অভিযুক্ত রেশন ডিলারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেন নি। তবে জানিয়েছেন, তিনি জেলা প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।

অন্য বিষয়গুলি:

Ration Scam Malda kaliachak
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy