বাংলার নিখোঁজ কিশোরীর অর্ধনগ্ন ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল বিহারের নয়াবস্তি এলাকার একটি ভুট্টা ক্ষেতে। স্থানীয়দের অনুমান, ধর্ষণ করার পরে কুপিয়ে খুন করা হয়েছে ওই কিশোরীকে। মৃতার নাম রহিমা খাতুন। বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুরের খেরবাড়ি এলাকায়।
মৃতার প্রতিবেশীরা জানিয়েছন, নাবালিকার সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। বেশ কয়েক দিন আগে থেকেই নিখোঁজ ছিল ওই নাবালিকা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনও সন্ধান পাচ্ছিলেন না। এর পরে শনিবার ইসলামপুর শহর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে বিহারের পাহারকাট্টা থানার নয়াবস্তি এলাকায় একটি ভুট্টার ক্ষেত থেকে ওই কিশোরীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় অর্ধনগ্ন অবস্থায়। খবর পেয়ে গ্রামবাসীরা সেখানে যান। ঘটনাস্থলে পৌঁছয় বিহারের পাহারকাট্টা থানার পুলিশও। মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।