প্রতীকী ছবি।
গত কয়েক মাস ধরে প্লাস্টিক ক্যারিব্যাগ নিয়ে হইচই চলছে জলপাইগুড়ি শহরে৷ এ বার প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধের বার্তা পুজোর থিমেও৷ সচেতনা বাড়াতে ওই থিম তৈরি করছে জলপাইগুড়ির তরুণদল ক্লাব ও পাঠাগার৷
এ বছর ৫৮তম বর্ষে পা দিয়েছে তরুণদল ক্লাব ও পাঠাগারের দূর্গা পুজো৷ কাল্পনিক তিনটি মন্দির এবারের মূল আকর্ষণ এই পুজোয়৷ যে মন্দিরগুলির গোটাটাই গড়া হচ্ছে পাট দিয়ে৷ তরুণদল ক্লাব ও পাঠাগার সর্বজনীন পুজো কমিটির সম্পাদক আশিস সরকারের কথায়, এত বেশি প্লাস্টিকের ব্যবহার করার ফলে পাট দিয়ে তৈরি জিনিসের ব্যবহার আমরা সবাই কেমন যেন ভুলেই গিয়েছি৷ অথচ, পরিবেশ রক্ষায় পাট বা চটের তৈরি জিনিসের কোন বিকল্প নেই৷ সেটা বোঝাতেই আমাদের এ বারের পুজোয় এই ভাবনা৷
জানা গিয়েছে, মূল মন্দিরের ভেতরে থাকবে দেবী দূর্গা৷ আর বাকি দুটি মন্দিরে থাকবে শিব৷ মন্দিরের ভেতরেও দর্শনার্থীরা পাটের নানান কারুকার্য দেখার সুযোগ পাবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা৷
তরুণদলের পুজোয় থাকছে আরও চমক৷ মণ্ডপের ভেতরে ও বাইরেয় মডেলের মাধ্যমে রামায়ণ ও মহাভারতের দৃশ্য তুলে ধরা হবে৷ এবং সেগুলিও তৈরি হবে পাট ও পোয়াল দিয়ে৷
উদ্যোক্তাদের দাবি, এই থিম থেকে প্লাস্টিক ক্যারিব্যাগারে বিরুদ্ধে সচেতনতা খানিকটা হলেও বাড়বে৷ সম্পাদক আশিসবাবুর কথায়, ‘‘তিনমাস ধরে পুরসভার অভিযান চলাকালীনই এই থিমটা আমাদের মাথায় আসে৷ আমরা ভাবছিলাম, পরিবেশ রক্ষায় পুরসভার এই উদ্যোগকে কী করে আর একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়৷ সেই ভাবনা থেকেই মাথা চলে আসে এই থিমটি৷’’
তরুণদল ক্লাব ও পাঠাগারের এই থিম নিয়ে খুশি জলপাইগুড়ির পুরকর্তারাও৷ চেয়ারম্যান মোহন বসু বলেন, ‘‘মানুষদের তাদের ভাল দিকগুলি নিয়ে সচেতন করতে সব সময়ই সচেষ্ট তরুণ দল ক্লাব ও পাঠাগারের সদস্যরা৷ এ বারের পুজোতেও তাদের সেই প্রচেষ্টা ফুটে উঠবে জেনে ভাল লাগছে৷’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy