নতুন জেলায় ইংরেজ আমলে তৈরি সার্কিট হাউসের পাশেই হবে ১০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক সার্কিট হাউস। মঙ্গলবার এ কথা জানান পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস।
এ দিন হাসিমারায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে সোজা আলিপুরদুয়ার পৌঁছন অরূপ। এ দিন মন্ত্রী আলিপুরদুয়ার জংশনে পুরসভা এলাকার মাঝে অসম গেট লেভেল ক্রসিংয়ে রেল ওভারব্রিজের কাজ-সহ একাধিক কাজ দেখেন।
অরূপবাবু বলেন, “মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার জেলার বিভিন্ন দফতর ও আবাসন নির্মানের জন্য অর্থ বরাদ্দ করেছেন। কাজগুলি খতিয়ে দেখলাম। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইংরেজ আমলের সার্কিট হাউসের সামনে ডান দিকের বড় বাগানটিতে আধুনিক সার্কিট হাউসের নির্মাণ কাজ শুরু হবে। প্রায় ১০-১২ কোটি টাকা ব্যয় হবে এই প্রকল্পে। আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী মন্ত্রীকে জানান, অসম গেটে এলাকায় রেল ওভারব্রিজ করতে প্রায় ৬০টি দোকান ও বাড়ি ভাঙা পড়বে। মন্ত্রী পুর্নবাসনের কথা ভেবে দেখার আশ্বাস দেন। সৌরভ বলেন, “নতুন জেলাতে আবাসনের সমস্যা রয়েছে। আধিকারিকদের বিভিন্ন রেস্ট হাউসে থাকতে হচ্ছে। মন্ত্রী দ্রুত সরকারি আবাসন তৈরির আশ্বাস দিয়েছেন।”
এ দিন অসম গেট লেভেল ক্রসিং থেকে মন্ত্রী যান প্রশাসনিক ভবন তৈরির কাজ দেখতে। এই ভবনে ৩৬টি দফতর থাকবে।
পরির্দশনে গিয়ে মন্ত্রী দেখেন সেখানে বাস্তুকার ও ঠিকাদার সংস্থার লোকেরা প্ল্যান হাতে দাঁড়িয়ে রয়েছে। আচমকা পরিদর্শনের বিষয়টি কী ভাবে সবাই জেনে গেল তা নিয়ে দৃশ্যতই বিরক্ত হন মন্ত্রী। তাঁকে বাস্তুকারদের বলতে শোনা যায়, ‘‘আচমকা পরিদর্শনের বিষয়টি সবাই জানল কী ভাবে?’’ মন্ত্রী তাঁদের নির্দেশ দেন প্রশাসনিক ভবন তৈরির কাজ দ্রুত শেষ করতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy