শিশু-পাচার কাণ্ডে চন্দনা চক্রবর্তীর বিরুদ্ধে এ বার মুখ খুললেন তাঁর হোমের প্রাক্তন সহযোগী। নর্থ বেঙ্গল পিপলস ডেভেলপমেন্ট সেন্টারের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ওই মহিলার অভিযোগ, গোড়া থেকেই নানা অনৈতিক কাজে যুক্ত ছিলেন চন্দনা৷ আর তাঁর এই অনৈতিক কাজ সহ্য করতে না পেরেই তিনি সংস্থা ছেড়েছিলেন বলে দাবি ওই মহিলার৷
কিন্তু কী ধরনের ‘অনৈতিক’ কাজ করতেন চন্দনা? ওই মহিলার চাঞ্চল্যকর অভিযোগ, কার্যত মায়ের থেকে শিশু কেড়ে নিতেন তিনি৷ কীভাবে সেটা সম্ভব হয়েছিল? ওই মহিলার দাবি, একবার একটি শিশু ও তার মাকে নিয়ে চন্দনা শিলিগুড়ি যাচ্ছিলেন৷ গাড়িতে ওই মা ও শিশু ছাড়াও তিনি, চন্দনা ও আরেক ব্যক্তি ছিলেন৷ ওই মহিলার অভিযোগ, লাটাগুড়ির কাছে একটি জঙ্গলে গিয়ে চন্দনা ওই ব্যক্তিকে নির্দেশ দেয় গাড়ি থেকে ওই মহিলাকে নামিয়ে দিতে৷ নির্দেশ পাওয়ার পরই ওই ব্যক্তি শিশুর মাকে গাড়ি থেকে নামিয়ে দেয়৷ এরপর শিশুটিকে নিয়ে গাড়িটি জোরে ছুটতে থাকে৷ পেছনে শিশুর জন্য চিৎকার করে তার মা কাঁদতে থাকে বলে ওই মহিলা জানান৷
তিনি আরও জানিয়েছেন, চন্দনার সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক ছিল৷ সেই সূত্রেই তার সংস্থায় যোগ দিয়েছিলেন তিনি৷ কিন্তু সংস্থায় যোগ দেওয়ার পরই লক্ষ করেন বিভিন্ন চা বাগান এলাকায় চন্দনা গিয়ে কুমারী মায়েদের খোজ করতেন৷ জিজ্ঞাসা করলেই চন্দনা বলতো প্রসবের পর ওই শিশুদের দত্তক দেবে৷ কিন্তু কেন এমন অনৈতিক কাজ সে ব্যাপারে প্রশ্ন করলেই চন্দনা বলতেন এটা তুই বুঝবি না৷ সংস্থার কাজের জন্য চন্দনা তাঁর থেকে দুই লক্ষ টাকা ধার করে বলে অভিযোগ ওই মহিলার৷ চাইতে গেলে তাঁর ছেলেদের মিথ্যা মামলায় চন্দনা ফাঁসিয়ে দেয় বলেও অভিযোগ তাঁর৷ তাঁর কথায়, ‘‘এই অনৈতিক কাজগুলি মানতে পারিনি বলেই হোম ছেড়েছি৷’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy