মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সব ঠিক থাকলে আজ, সোমবার উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় লাগোয়া শিবমন্দিরে একটি খেলার মাঠে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। রবিবার রাত পর্যন্ত জোরকদমে সেই প্রস্তুতি চলেছে। রবিবার বিকালের পরে পর্যটনমন্ত্রী গৌতম দেব প্রস্তুতির কাজ দেখতে যান। শনিবারও গিয়েছিলেন তিনি। এ দিন উৎসবের মঞ্চ থেকে শুরু করে নানা খুঁটিনাটি তদারকি করেন মন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব অজিতরঞ্জন বর্ধন, দার্জিলিংয়ের জেলাশাসক দীপাপ প্রিয়া পি। মঞ্চ ঘুরে দেখার পরে কিছু পরামর্শও দিয়েছেন আধিকারিকেরা।
বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা শিবমন্দিরে বিকেল সাড়ে তিনটায় আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গ উৎসবের সূচনা ছাড়াও উত্তরবঙ্গের ৯ জন বিশিষ্টকে বঙ্গরত্ন দেবেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকেই উদ্বোধন করবেন কাওয়াখালি এলাকায় তৈরি হওয়া শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের নতুন বহুতল ভবন ‘উত্তরীয়া’র। তারপর পাহাড়ে চলে যাবেন। ২২ জানুয়ারি এনআরসি, সিএএ বিরুদ্ধে পাহাড়ে মিছিল করার কথা মুখ্যমন্ত্রীর। ২৩ জানুয়ারি তিনি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করবেন। পর্যটনমন্ত্রী বলেন, ‘‘উত্তরবঙ্গ উৎসবের প্রস্তুতি ঠিক মতোই এগোচ্ছে। প্রচুর মানুষ আসবে বলে আমরা আশা করছি।’’
প্রশাসনিক সূত্রের খবর, মূল মঞ্চে ৩০ জন মন্ত্রী এবং আধিকারিকদের বসার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশ্যাল সিকিওরিটি ইউনিটের অফিসারেরা রবিবার থেকেই মঞ্চের নজরদারি শুরু করেছেন। সমতল এবং পাহাড় দুই জায়গাতেই মুখ্যমন্ত্রীর যাত্রাপথে বাড়তি সতর্কতা শুরু হয়েছে। সোমবার সন্ধ্যার পরে পাহাড়ে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। আপাতত মঙ্গলবার কোনও অনুষ্ঠান সূচি নেই মুখ্যমন্ত্রীর। তবে বিনয় তামাং, অনীত থাপাদের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy