Advertisement
০৫ নভেম্বর ২০২৪

পার্থর সঙ্গে বৈঠকে জিটিএ

পার্শ্বশিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করল জিটিএ। রাজ্যের সঙ্গে সংঘাতে গিয়ে এর আগেই তারা হাইকোর্টে নালিশ জানিয়েছিল। কিন্তু শিক্ষা সংক্রান্ত নানা দাবিতে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করলেও এ বিষয়ে কোনও অভিযোগ শুক্রবার তোলেননি জিটিএ-এর প্রতিনিধি দল। জিটিএ সদস্য রোশন গিরির নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এ দিন কলকাতায় গিয়ে এ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। জিটিএ-এর তরফে দাবি করা হয়েছে, বিচারাধীন হওয়ায়, সে বিষয়ে আলোচনা হয়নি।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৫ ০৩:০১
Share: Save:

পার্শ্বশিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করল জিটিএ। রাজ্যের সঙ্গে সংঘাতে গিয়ে এর আগেই তারা হাইকোর্টে নালিশ জানিয়েছিল। কিন্তু শিক্ষা সংক্রান্ত নানা দাবিতে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করলেও এ বিষয়ে কোনও অভিযোগ শুক্রবার তোলেননি জিটিএ-এর প্রতিনিধি দল। জিটিএ সদস্য রোশন গিরির নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এ দিন কলকাতায় গিয়ে এ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। জিটিএ-এর তরফে দাবি করা হয়েছে, বিচারাধীন হওয়ায়, সে বিষয়ে আলোচনা হয়নি।

রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শূন্যপদ পূরণের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের কথা বলা হলেও, পাহাড়ি এলাকায় বেশি সংখ্যায় অবসরপ্রাপ্ত শিক্ষক পাওয়া সম্ভব নয় বলে এ দিনের জিটিএ-এর তরফে শিক্ষামন্ত্রীকে জানানো হয়েছে। শূন্যপদ পূরণ করতে পার্শ্বশিক্ষক নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে বলে রোশন জানিয়েছেন।

পার্শ্বশিক্ষক নিয়োগ নিয়ে সম্প্রতি রাজ্যের সঙ্গে জিটিএ-এর সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। জিটিএ-এর অভিযোগ ছিল, চুক্তি খেলাপ করে রাজ্য সরকার তাদের না জানিয়েই পার্শ্বশিক্ষক নিয়োগ করছে। ঘটনার প্রতিবাদে বন্‌ধেরও হুমকি দিয়েছিল জিটিএ। রাজ্যের বিরুদ্ধে চুক্তি খেলাপ করার নালিশ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করেছে জিটিএ। তবে শিক্ষামন্ত্রীকে কিছু জানানো হয়নি বলে রোশন দাবি করেছেন। তাঁর কথায়, ‘‘বিষয়টি নিয়ে মামলা চলছে। তাই বিচারাধীন বিষয়ে আলোচনা করা হয়নি।’’

পাহাড়ের স্কুল-কলেজগুলিতে শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশন এবং কলেজ সার্ভিস কমিশন দ্রুত চালু করার জন্য শিক্ষামন্ত্রীকে আর্জি জানিয়েছে জিটিএ। শুক্রবার কলকাতায় গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন জিটিএ-এর সদস্য রোশন গিরি। জিটিএ-সূত্রে জানানো হয়েছে, শিক্ষা সংক্রান্ত কয়েকটি দাবি জানাতেই এ দিন জিটিএ-এর তরফে রোশন গিরি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এ দিন কলকাতা থেকে রোশন ফোনে বলেন, ‘‘শিক্ষামন্ত্রী জানিয়েছেন পাহাড়ের জন্য দু’টি পৃথক কমিশন তৈরির প্রক্রিয়া চলছে। অনুমোদনের জন্য প্রস্তাবটি খুব তাড়াতাড়ি মন্ত্রিসভায় পাঠানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।’’

দার্জিলিঙের বিভিন্ন স্কুলে ইন্টারনেট পরিষেবা দেওয়া, অনলাইন ভর্তির ব্যবস্থা করার আর্জি জানানো হয়েছে। এ বিষয়ে রাজ্যের তরফে একটি সমীক্ষক দলও পাহাড়ে পাঠানো হবে বলে রোশন জানিয়েছেন। শিক্ষামন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন সচিবরা। জিটিএ-এর প্রতিনিধি দলে রোশন ছাড়াও কালিম্পঙের বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী এবং কার্শিয়াঙের বিধায়ক রোহিত শর্মা উপস্থিত ছিলেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE