ভুয়ো পরিচয় দিয়ে বিয়ে করার অভিযোগে এক ব্যাঙ্ককর্মীকে গ্রেফতার করল পুলিশ।
বুধবার রাতে বিয়ের লগ্ন ছিল। পাত্রীর পরিবারের অভিযোগ, সে দিনই তাঁরা জানতে পারেন হবু বর যে পরিচয় দিয়েছে তা ভুয়ো। ওই ব্যাক্তি আগেও একবার বিয়ে করেছিলেন বলে অভিযোগ। ঘটনাটি শিলিগুড়ির সুকান্তপল্লির। হবু বরকে ধরে পুলিশের হাতে তুলে দেন পাত্রীর পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ভক্তিনগর থানার পুলিশ গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠায়। আদালতে তিনি শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন।
অভিযুক্তের বয়স ৪৪। সুকান্তপল্লির বাসিন্দা এক যুবতীর সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। অভিযুক্ত নিজেই বিয়ের সমন্ধ ঠিক করেছিল বলে অভিযোগ। পাত্রীর পরিবারের অভিযোগ, হবু বর নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দিয়েছিল। যদিও খোঁজখবর করে জানা যায়, ওই ব্যক্তি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশে একসময় কর্মরত ছিলেন। সেখান থেকে অবসরের পর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নিরাপত্তা আধিকারিক হিসেবে কাজ করেন। ইতিমধ্যে শিলিগুড়িতেই তিনি বিয়ে করেছেন বলেও পাত্রীর পরিবারের সদস্যরা জানতে পারেন। এরপরেই তারা পুলিশে খবর দেন। পাত্রীর পরিবারের অভিযোগ, একটি নয়, ওই ব্যক্তির একাধিক বিয়ে রয়েছে। শিলিগুড়ি পুলিশের এডিসি পূর্ব মৃণাল মজুমদার বলেন, ‘‘ধৃতের বিরুদ্ধে একাধিক বিয়ে করার অভিযোগ দায়ের হয়েছে। প্রতারণা ও বধূ নির্যাতনের ধারায় তাকে অভিযুক্ত করে মামলা শুরু করা হয়েছে।’’ ঘটনার কথা জানাজানি হওয়ার পরে অভিযুক্তের আগের স্ত্রীও থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।
পুলিশি জেরায় ওই ব্যক্তি জানিয়েছে, তার বাড়ি মুর্শিদাবাদে। কলকাতার শ্রীমোহন লেনেও একটি বাড়ি রয়েছে। জলপাইগুড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী শান্তা চট্টোপাধ্যায় বলেছেন, ‘‘ওই ব্যক্তি আদালতে তার পুরোনো মামলার কিছু নথি পেশ করেছেন। তার ভিত্তিতে তাকে জামিন দেওয়া হলেও, নিয়মিত থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy