Advertisement
২২ সেপ্টেম্বর ২০২৪

জল্পেশ বাজারে আগুন

জল্পেশ মন্দির লাগোয়া বাজারে আগুন লেগে পুড়ে গেল আটটি দোকান। আগুনে জখম হয়েছেন দু’জন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ আগুন লাগে বাজারে।

পুড়েছে দোকান। —নিজস্ব চিত্র।

পুড়েছে দোকান। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ময়নাগুড়ি শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ০২:২৯
Share: Save:

জল্পেশ মন্দির লাগোয়া বাজারে আগুন লেগে পুড়ে গেল আটটি দোকান। আগুনে জখম হয়েছেন দু’জন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ আগুন লাগে বাজারে।

ঘণ্টাখানেকের চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। পরে জলপাইগুড়ি, ধূপগুড়ি থেকে দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘিঞ্জি জল্পেশ বাজারে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড। সপ্তাহখানেক আগে জল্পেশ মেলা চলার সময়েও আগুন লেগেছিল এই বাজারে। বারবার আগুন লাগায় আতঙ্কের সঙ্গে ক্ষোভও ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে।

দমকলের তরফে জানানো হয়েছে, এ দিন প্রথমে একটি বাইকের গ্যারেজে আগুন লাগে। পুড়ে গিয়েছে সাতটি বাইকও। আহত কনক সেন জানান তিনি বাইকের চাকা মেরামত করছিলেন। তখন কোনওভাবে আগুন লেগে যায় বলে কর্মীর দাবি। আগুনে জখম হয়েছেন গ্যারেজের মালিকও। আহতদের প্রথমে ময়নাগুড়ি হাসপাতাল পরে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

জল্পেশ মন্দির কমিটির সম্পাদক গিরীন দেব বলেন, ‘‘ঘিঞ্জি বাজারে অগ্নিকাণ্ডের আশঙ্কা থেকেই যায়। দ্রুত বাজার সংস্কার করে প্রশস্ত করা উচিত। দমকলের ইঞ্জিন যাতে সহজেই ঢুকতে পারে, তার ব্যবস্থা রাখা দরকার।’’

দীপঙ্কর ঘটকের তোলা ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

jalpesh market fire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE