জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে জঞ্জাল ছড়িয়ে আছে এ ভাবেই। রয়েছে সংক্রমণের শঙ্কাও। ছবি: সন্দীপ পাল
জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালের প্যাথোলজি ও রেডিওলজি বিভাগের কিছু পরিকাঠামো পরিবর্তনের জন্য জেলার স্বাস্থ্য কর্তাদের পরামর্শ দিল বিশেষজ্ঞ চিকিৎসক দল। মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের চার জন চিকিৎসকের একটি দল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল ঘুরে দেখেন৷ সেখানে উপস্থিত জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদেরও ওই পরামর্শ দেন তাঁরা ৷
গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করেন ৷ এরপরই এ দিন দুপুরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক অরুণাভ সরকারের নেতৃত্বে চার সদস্যের চিকিৎসক দল ওই হাসপাতালে যান ৷ অরুণাভবাবুর কথায়, “হাসপাতালটি যথেষ্টই ভালভাবে তৈরি করা হয়েছে৷ তবে দুই-একটি বিভাগে পরিকাঠামোগত ছোট ছোট কয়েকটি পরিবর্তন জরুরি৷ আমরা জেলার স্বাস্থ্য কর্তাদের সেই পরামর্শ দিয়েছি ৷”
হাসপাতাল সূত্রের খবর, এ দিন পরিদর্শনের সময় তাঁরা দেখতে পান, যে ঘরে আলট্রাসোনোগ্রাফির ব্যবস্থা করা হয়েছে সেই ঘরে রোগীদের জন্য টয়লেটের কোনও ব্যবস্থা নেই৷ এ ভাবে আলট্রাসোনোগ্রাফি ইউনিট যে চালানো যায় না তা জেলার স্বাস্থ্য কর্তাদের জানিয়ে দেন বিশেষজ্ঞ চিকিৎসক দলের সদস্যরা৷ হাসপাতাল সূত্রের খবর, এমনই ছোট ছোট কিছু পরিকাঠামোগত সমস্যা তাদের নজরে আসে ৷ যেগুলি পরিবর্তনের জন্য তারা স্বাস্থ্য কর্তাদের অনুরোধ করেন ৷
জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার গয়ারাম নস্কর এই মুহুর্তে সুপার স্পেশালিটি হাসপাতালেরও সুপারের দায়িত্বে রয়েছেন ৷ তিনি বলেন, “বিশেষজ্ঞ চিকিৎসকদের দলটি প্যাথোলজি ও রেডিওলজি বিভাগে কিছু পরিকাঠামোগত পরিবর্তনের কথা বলেছেন ৷ তাদের সেই সুপারিশ খুব শীঘ্রই কলকাতায় স্বাস্থ্য ভবনে পাঠানো হবে ৷ এবং স্বাস্থ্যভবন থেকে যে পরামর্শ দেওয়া হবে তাকেই চূড়ান্ত হিসাবে ধরে নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে৷”
এ দিকে উদ্বোধনের পর এ দিনই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের দন্ত ও চর্ম বিভাগের আউটডোর চালু হয়৷ হাসপাতাল সূত্রের জানা গিয়েছে, এ দিন চুয়াল্লিশ জন রোগী আউটডোরে চিকিৎসা করান৷ জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা জানিয়েছেন, “খুব শীঘ্রই যাতে সুপার স্পেশালিটি হাসপাতালে আরও কিছু বিভাগের আউটডোরের সঙ্গে সঙ্গে সিসিইউ, বার্ন ইউনিট ও ট্রমা ইউনিটও চালু করা যায় সেই চেষ্টা আমরা করছি৷”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy