Advertisement
০৩ নভেম্বর ২০২৪

দু’দিন নিখোঁজ থাকা যুবকের দেহ ঘিরে রহস্য

দু’দিন ধরে নিখোঁজ থাকা যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে মালদহের ইংরেজবাজার থানার সাদুল্লাপুর গ্রামে একটি আমবাগানের মধ্যে গণেশ সরকারের (৩২) দেহ মেলে।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৬ ০১:৩৯
Share: Save:

দু’দিন ধরে নিখোঁজ থাকা যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে মালদহের ইংরেজবাজার থানার সাদুল্লাপুর গ্রামে একটি আমবাগানের মধ্যে গণেশ সরকারের (৩২) দেহ মেলে। ইংরেজবাজারের উত্তর বালুচরের ওই বাসিন্দা টোটো চালাতেন। এ দিনই ইংরেজবাজার থানায় খুনের অভিযোগ করেন পরিবারের লোকেরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার শহরের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর বালুরচর এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক বৃদ্ধার মৃত্যু হয়। তাঁর দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় ইংরেজবাজারের সাদুল্লাপুর মহাশ্মশানে। এলাকাবাসীর সঙ্গে সেখানে গিয়েছিলেন গণেশও। ওই দিন রাত ১২টা পর্যন্ত মৃতদেহ সৎকার করা হয়। তারপর থেকেই নিখোঁজ হয়ে যান গণেশবাবু। পরের দিন, শুক্রবার সকালে ইংরেজবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁর বাড়ির লোকজন। মৃতের বাবা টুনু সরকার বলেন, ‘‘আমার ছেলেকে কেউ খুন করেছে। তবে কারা করল তা কিছুই বুঝতে পারছি না। আমরা চাই পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করুক।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ দাহ করতে এসে অনেকেই শ্মশানে মদ্যপান করেন। মদের আসরে নিজেদের মধ্যে বচসাও হয়। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, মদ খাওয়া নিয়ে বিবাদের জেরে খুন করা হয়ে থাকতে পারে ওই যুবককে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে। মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অন্য বিষয়গুলি:

Deceased body youth
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE