মায়ের সঙ্গে বিচ্ছেদের পর আবার বিয়ে করেছেন বাবা। কিন্তু ৫২ বছর বয়সে বাবা আবার বিয়ে করেছেন, এটা মানতে পারেননি যুবক। তিনি এর প্রতিবাদ করেছিলেন। অভিযোগ, সে জন্য বাবা এবং কাকা মিলে তাঁকে শ্বাসরোধ করে খুন করে ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলিয়ে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানার মোজামপুর গ্রাম পঞ্চায়েতে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ করেছেন মৃতের মামা। রবিবার থেকে এ নিয়ে হইচই এলাকায়।
পুলিশ সূত্রের খবর, মৃতের নাম রাজ মোমিন। বয়স ২০ বছর। বছর দুয়েক আগে মাদ্রাসা বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় পাশ করার পরে আর পড়াশোনা করেননি তিনি। বাবার ব্যবসা দেখতেন। তার মাঝে বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। স্থানীয়েরা জানাচ্ছেন, দিন কয়েক আগে দ্বিতীয় বিয়ে করেন রাজের বাবা সরফরাজ আলম। পরিবারে কোনও সদস্যের এই বিয়েতে আপত্তি ছিল না। তবে প্রৌঢ় বাবার দ্বিতীয় বিয়ে মানতে পারেননি যুবক রাজ। সংসারে অশান্তি শুরু হয়। অভিযোগ, এর জেরে ছেলেকে খুন করেছেন সরফরাজ। রাজের মামা শামিম নবাবের অভিযোগ, ভাগ্নেকে শ্বাসরোধ করে খুন করেছেন সরফরাজ এবং ডনি মোমিন। ডনি সম্পর্কে রাজের কাকা।
রবিবার বাড়ি থেকে দেহ উদ্ধার হয় রাজের। কী ভাবে যুবকের মৃত্যু হল, তা নিয়ে শোরগোল শুরু হয় গ্রামে। ভাগ্নের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যান মামা শামিম। তিনি বলেন, ‘‘রাজের বাবা পরকীয়া সম্পর্কে জড়িয়েছিল। এ জন্য অশান্তি হত ওদের বাড়িতে। তার জেরে আমার বোনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় সরফরাজের। দ্বিতীয় বিয়ে করেছে ও। যুবক ছেলে সেটা মানতে পারেনি। সে জন্য ভাগ্নেকে খুন করে ফেলেছে ওরা।’’ তিনি প্রাক্তন জামাইবাবু সরফরাজ এবং তাঁর ভাই ডনির বিরুদ্ধে কালিয়াচক থানায় খুনের অভিযোগ করেছেন।
আরও পড়ুন:
তবে ঘটনার পর থেকে অভিযুক্তদের খোঁজ মিলছে না বলে খবর। পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।