রাতের বেলায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন তরুণী। পিছু নিয়েছিল এক মত্ত যুবক। অভিযোগ, সুযোগ পেয়ে তরুণীর হাত চেপে ধরেন তিনি। তেমনই একটি ঘটনার পরিপ্রেক্ষিতে হইচই পড়েছে দিল্লিতে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৮ এপ্রিল দিল্লির শিবাজি এনক্লেভ মার্কেটের কাছে রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। অভিযোগ, মত্ত অবস্থায় পিছু নিয়ে ওই তরুণীকে অনুপযুক্ত ভাবে স্পর্শ করেন এক যুবক। অস্বস্তিকর পরিস্থিতিতে সেখান থেকে চলে যান তরুণী। পরে পুলিশে অভিযোগ দায়ের করেন। সম্প্রতি নিজের অভিজ্ঞতার কথা একটি ভিডিয়োর মাধ্যমে সমাজমাধ্যমে জানিয়েছেন ভাবনা শর্মা নামে ওই তরুণী। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাবনা জানিয়েছেন, ৮ এপ্রিল রাতে শিবাজি এনক্লেভ মার্কেটের কাছের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ঠিক তখনই সাদা শার্ট এবং কালো প্যান্ট পরা এক মত্ত যুবক তাঁর কাছে চলে আসেন। ভাবনার অভিযোগ, কাছে এসে তাঁর হাত চেপে ধরেন যুবক। হতবাক হয়ে যান তিনি। প্রতিবাদও জানান। ভাবনার দাবি, ওই যুবকের মধ্যে কোনও অনুশোচনা ছিল না। সিগারেট টানতে টানতে ওই যুবক নাকি বলেন যে, ‘‘যা খুশি করে নাও। আমি জেল বা অন্য কোনও শাস্তিকে ভয় পাই না।’’ ভাবনার কথায়, ‘‘এর পর আমি কী বলব বুঝতে পারছিলাম না। আমি সরাসরি পুলিশের কাছে গিয়েছিলাম এবং মত্তের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলাম।’’ ইনস্টাগ্রামে ভিডিয়ো শেয়ার করে জানিয়েছেন ভাবনা।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দ্য ফিলিংস শর্মা’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখছেন। হইচই পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। মত্ত যুবকের শাস্তির দাবিতেও সরব হয়েছেন কেউ কেউ। যদিও ওই যুবককে গ্রেফতার করা হয়েছে কি না তা এখনও জানা যায়নি।