আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ যে হোটেলে রয়েছে, সেই হোটেলে লাগল আগুন। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা নাগাদ আগুন লাগে। তবে গুরুতর কিছু হয়নি। ক্রিকেটারেরা সবাই নিরাপদে রয়েছেন। আগুন লাগার দু’ঘণ্টার মধ্যেই তা নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।
সোমবার সকালে বানজারা হিলসের ওই হোটেলটিতে আগুন লাগে। দোতলার লবি এলাকা থেকে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে। স্পা এবং সনা এলাকাতেও আগুন লাগে। বানজারা হিলসের দমকল বিভাগের এক আধিকারিক জানান, ইলেকট্রিকের তার থেকে কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে।
হোটেলের এক কর্মী আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাকিদের জানান এবং দমকলে খবর দেন। দমকলকর্মীরা এসে দু’ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন। গোটা হোটেল ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেলেও আগুন খুব গুরুতর ছিল না বলেই জানা গিয়েছে। কেউ আহত হননি।
আরও পড়ুন:
হায়দরাবাদের ক্রিকেটারেরা ছ’তলার বিভিন্ন ঘরে ছিলেন। তাঁদের সঙ্গে সঙ্গে নামিয়ে এনে বাসে করে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। হোটেলে বাকি যাঁরা ছিলেন তাঁরা দৌড়োদৌড়ি করতে থাকেন। বেশির ভাগকেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। আগুন নিভে যাওয়ার পর সবাইকে ফেরত আনা হয়।
আগামী ১৭ এপ্রিল খেলা রয়েছে হায়দরাবাদের। মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামবে তারা। টানা চারটি ম্যাচে হারের পর আগের ম্যাচে জিতেছে গত বার ফাইনালিস্টরা। পয়েন্ট তালিকায় রয়েছে নবম স্থানে।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ