Advertisement
০৫ নভেম্বর ২০২৪

বিজেপির সভায় হামলার অভিযোগ ভক্তিনগরে

সোমবারের পরে ফের বিজেপির পথসভায় হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকায়। বিজেপির অভিযোগ, এলাকার প্রাক্তন কাউন্সিলর জয়দীপ নন্দী ও তার সঙ্গীরা বিজেপির সভায় হামলা চালায়।

ঘটনার পরে মিছিল বিজেপির।—নিজস্ব চিত্র।

ঘটনার পরে মিছিল বিজেপির।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৪ ০২:১৭
Share: Save:

সোমবারের পরে ফের বিজেপির পথসভায় হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকায়। বিজেপির অভিযোগ, এলাকার প্রাক্তন কাউন্সিলর জয়দীপ নন্দী ও তার সঙ্গীরা বিজেপির সভায় হামলা চালায়। বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। যদিও তা অস্বীকার করেছেন জয়দীপবাবু। শিলিগুড়ি পুলিশের এডিসি ভোলানাথ পাণ্ডে বলেন, “ঘটনার কথা শুনেছি। কী অভিযোগ হয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনায় বিজেপির চারজনকে জখম অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন রাতে ফের নিউ জলপাইগুড়ি স্টেশন লাগোয়া দলীয় কার্যালয়ের সামনে বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ করেন বিজেপির দার্জিলিং জেলা সভাপতি রথীন বসু। পুলিশ জানিয়েছে, মাথায় গুরুতর জখম অবস্থায় একজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই বলে দাবি করেছেন তৃণমূলের দার্জিলিং জেলা কমিটির সদস্য কৃষ্ণ পাল। বিজেপির পক্ষ থেকে জয়দীপবাবু ও অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে নিউ জলপাইগুড়ি ফাঁড়িতে। সোমবার রাতেও শিলিগুড়ির হায়দরপাড়া এলাকার ৩৯ নম্বর ওয়ার্ডের বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধেই। এই ঘটনাতেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ভক্তিনগর থানায়।

রথীনবাবুর অভিযোগ, “সোমবার কার্যালয় ভাঙার পর মঙ্গলবার সভায় হামলা চালায় জয়দীপবাবুর নেতৃত্বে তৃণমূল কর্মীরা। বিজেপির ক্রমশ শক্তি বৃদ্ধিতে ভয় পেয়েছে তৃণমূল। তাই এভাবে দলীয় কার্যালয়গুলিতে ভাঙচুর করে তাঁদের রোখার চেষ্টা করছে। মোট ৫ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।” তিনি জানান, আহতদের মধ্যে দু’জনকে শিলিগুড়ি জেলা হাসপাতালে এবং একজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযোগ প্রসঙ্গে জয়দীপবাবু বলেন, “আমি ঘটনাস্থলেই ছিলাম না। আমার নাম কেন দেওয়া হয়েছে তা আমি জানি না।” তৃণমূল নেতা কৃষ্ণবাবু বলেন, “একটি ক্লাবের ছেলেদের সঙ্গে বিজেপির গোলমাল হয়েছে। তৃণমূলের কেউ ঘটনার সঙ্গে জড়িত নয়। জয়দীপও সেখানে ছিল না।

শিলিগুড়িতে একের পর দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ বিজেপি। পরপর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন দলের নেতারা। এদিন সকালে শিলিগুড়ি পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের ভাঙচুর হওয়া কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল করে ওয়ার্ডে ঘোরেন জেলা বিজেপি নেতৃত্ব। মিছিলে নেতৃত্ব দেন দার্জিলিং জেলা বিজেপি সভাপতি সহ অন্যান্যরা। আজ, বুধবার অপরাধীদের গ্রেফতারের দাবিতে শিলিগুড়ির পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বিজেপি নেতাদের।

অন্য বিষয়গুলি:

bjp rally siliguri bhaktinagar attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE