Advertisement
০২ নভেম্বর ২০২৪

পায়ে হেঁটে, গাড়ি নিয়ে অনুসরণ করছে, প্রাণের ভয় পাচ্ছি, সিবিআইকে চিঠি ম্যাথুর

তাঁর চারপাশে সন্দেহজনক মানুষ ঘোরাফেরা করছে বলে সিবিআই অধিকর্তাকে চিঠি দিলেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। বুধবার ই-মেলের মাধ্যমে তিনি সিবিআই অধিকর্তা অলোক বর্মাকে এই কথা জানান।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ০৩:২৬
Share: Save:

তাঁর চারপাশে সন্দেহজনক মানুষ ঘোরাফেরা করছে বলে সিবিআই অধিকর্তাকে চিঠি দিলেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। বুধবার ই-মেলের মাধ্যমে তিনি সিবিআই অধিকর্তা অলোক বর্মাকে এই কথা জানান।

মঙ্গলবার কেরলের ডিজিকেও নিরাপত্তাজনিত কারণে উদ্বেগ প্রকাশ করে চিঠি দিয়েছেন ম্যাথু। তাঁর বক্তব্য, তিনি এখন অসুস্থ। কোচিতে রয়েছেন। মঙ্গলবার চিকিৎসকের কাছে যাওয়ার সময়ে একটি গাড়ি তাঁকে দীর্ঘক্ষণ অনুসরণ করছিল। একই অভিজ্ঞতা হয়েছে তাঁর দিল্লিতে থাকা স্ত্রী ও সন্তানদের। প্রাতর্ভ্রমণের সময়েও একাধিক ব্যক্তি তাঁর পরিচারিকা ও সন্তানদের অনুসরণ করছে বলে ম্যাথু অভিযোগ করেছেন।

কেরলের ডিজি লোকনাথ বেহরাকে ম্যাথু আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে শাসক দলের বিরুদ্ধে একটি স্টিং অপারেশনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করেছে। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। কিন্তু, মঙ্গলবারে সুপ্রিম কোর্টেও সিবিআইকে তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তার পর থেকেই শুরু হয়েছে অজানা লোকের আনাগোনা। গাড়ি নিয়ে ধাওয়া করছে কেউ, কেউ আবার পায়ে হেঁটে তাঁদের অনুসরণ করছে। আর সেই কারণেই নিরাপত্তাহীনতায় ভুগছেন ম্যাথু ও তাঁর পরিবারের অন্যরা।

কেরলের ডিজির কাছে ম্যাথুর আর্জি, দয়া করে পরিস্থিতি অনুযায়ী কোনও ব্যবস্থা নিন। ম্যাথুর আশঙ্কা, তিনিই নারদ কাণ্ডের মূল সাক্ষী বলে তাঁকে মেরে ফেলার পরিকল্পনা করা হতে পারে। এমনকী, নয়াদিল্লিতে তাঁর পরিবারের উপরেও হামলা হতে পারে বলে আশঙ্কা ম্যাথুর।

সিবিআইয়ের এক কর্তার কথায়, নিজস্ব এলাকায় থানার পুলিশই নিরাপত্তার নজরদারির ব্যবস্থা করে। তাই স্যামুয়েলের আর্জি কেরল ও দিল্লি পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট থানাই ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

অন্য বিষয়গুলি:

Mathew Samuel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE