Advertisement
০২ নভেম্বর ২০২৪
Glycerine

শীত যখনই আসুক, বাড়িতে গ্লিসারিন বানিয়ে রাখতে পারেন, কী ভাবে বানাবেন?

বাজারে তৈরি গ্লিসারিন সব সময়ে ততটাও ভাল হয় না। ফলে বাড়িতে বানানো গ্লিসারিন ব্যবহার করতে পারলে ভাল। কিন্তু কী ভাবে বানাবেন গ্লিসারিন? জেনে নিন।

বাড়িতে গ্লিসারিন বানান সহজেই।

বাড়িতে গ্লিসারিন বানান সহজেই। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৮:৫৮
Share: Save:

শীত এলে গ্লিসারিনের ব্যবহার বাড়ে বাঙালি বাড়িতে। শীতকাল মানেই ত্বক শুষ্ক হয়ে যাওয়া। কারণ শীতের সময়ে ত্বক খুব শুষ্ক হয়ে যায়। ত্বকের আর্দ্রতা বাড়ানো জরুরি হয়ে পড়ে। গ্লিসারিন সে কাজ খুবই দ্রুত করতে পারে। তবে বাজারে তৈরি গ্লিসারিন সব সময়ে ততটাও ভাল হয় না। ফলে বাড়িতে বানানো গ্লিসারিন ব্যবহার করতে পারলে ভাল। কিন্তু কী ভাবে বানাবেন গ্লিসারিন? জেনে নিন।

প্রথমে গ্যাসে হাল্কা আঁচে বসিয়ে দিন একটি পাত্র। এতে এ বার কিছুটা নারকেল তেল আর খানিকটা অলিভ অয়েল দিন। অল্প আঁচে নাড়তে থাকুন মিশ্রণটি। এ বার তাতে এক চা চামচ লাই বা মেটাল হাইড্রক্সাইড এবং এক কাপ জল মেশান। মিনিট পনেরো সেই মিশ্রণটি ফুটতে দিন। সেটি ঘন না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।

মিশ্রণটি ফুটতে ফুটতে কিছু ক্ষণ পরে একেবারে স্বচ্ছ হয়ে যাবে। তখন তাতে এক চা চামচ নুন মিশিয়ে দিন। এ বার সেটি আরও একটু নেড়ে গ্যাস নিভিয়ে দিতে পারেন। বার সেই মিশ্রণ কিছু ক্ষণ খোলা হাওয়ায় রাখুন। ঠান্ডা হতে দিন। উপরে জমে থাকা অংশটুকু এ বার সরিয়ে ফেলুন। নীচের তরলটুকু হল গ্লিসারিন। এ বার একটি ছোট কাচের বোতলে ঢেলে মুখ বন্ধ করে রেখে দিন সেই তরল। বানানোর পর তিন-চার সপ্তাহ পর্যন্ত এই গ্লিসারিন ব্যবহার করতে পারেন। রাখতে হবে রেফ্রিজারেটরে।

অন্য বিষয়গুলি:

Winter Homemade
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE