Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Bhaiphonta Bengali Cinema

ভাই-বোন হোক বা ছকভাঙা সম্পর্কের সমীকরণ, ভ্রাতৃদ্বিতীয়ায় ফিরে দেখা যাক এই ছবিগুলি

ঝগড়াঝাঁটি পেরিয়ে এইভাবেই বেঁচে থাক ভাই-বোনদের সম্পর্ক। তবে শুধুই কি ভাই-বোন? এমনও অনেক সম্পর্ক আছে যার সমীকরণ কোনও ছক মানে না।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৯:০২
Share: Save:
০১ ১১
খুনসুটি, ঝগড়াঝাঁটি পেরিয়ে এইভাবেই বেঁচে থাক ভাই-বোনেদের সম্পর্ক। তবে শুধুই কি ভাই-বোন? এমনও অনেক সম্পর্ক আছে যার সমীকরণ কোনও ছক মানে না। হোক না সে বোনের সঙ্গে বোনের সম্পর্ক। কিংবা মাসির সঙ্গে বোনঝির। সম্পর্ক থাকুক সর্বদা অটুট।

খুনসুটি, ঝগড়াঝাঁটি পেরিয়ে এইভাবেই বেঁচে থাক ভাই-বোনেদের সম্পর্ক। তবে শুধুই কি ভাই-বোন? এমনও অনেক সম্পর্ক আছে যার সমীকরণ কোনও ছক মানে না। হোক না সে বোনের সঙ্গে বোনের সম্পর্ক। কিংবা মাসির সঙ্গে বোনঝির। সম্পর্ক থাকুক সর্বদা অটুট।

০২ ১১
দেশ জুড়ে চলছে ভ্রাতৃদ্বিতীয়ার উৎসব। বিভিন্ন সময়ে ভিন্ন স্বাদের সম্পর্কের গল্প নিয়ে বড়পর্দায় হাজির হয়েছেন একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। তাঁদের অটুট বন্ধনকে পর্দায় ফুটিয়ে তুলেছেন বিভিন্ন সময়ের পরিচালকরা। ভাইফোঁটার মরসুমে ফিরে দেখা যাক সেই সমস্ত ছবির দিকে।

দেশ জুড়ে চলছে ভ্রাতৃদ্বিতীয়ার উৎসব। বিভিন্ন সময়ে ভিন্ন স্বাদের সম্পর্কের গল্প নিয়ে বড়পর্দায় হাজির হয়েছেন একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। তাঁদের অটুট বন্ধনকে পর্দায় ফুটিয়ে তুলেছেন বিভিন্ন সময়ের পরিচালকরা। ভাইফোঁটার মরসুমে ফিরে দেখা যাক সেই সমস্ত ছবির দিকে।

০৩ ১১
পথের পাঁচালী (১৯৫৫)- ভাই-বোনের সম্পর্কের অপর নামই যেন অপু-দুর্গা। তাদের রেলগাড়ি দেখা, দুর্গার মৃত্যু, সর্বজয়ার কান্না, অপুর ছেলেবেলা, সবই যেন বাঙালির কাছে নস্টালজিয়া। ঘটনাক্রমগুলিও যেন গেঁথে গিয়েছে সিনেপ্রেমীদের হৃদয়ে।

পথের পাঁচালী (১৯৫৫)- ভাই-বোনের সম্পর্কের অপর নামই যেন অপু-দুর্গা। তাদের রেলগাড়ি দেখা, দুর্গার মৃত্যু, সর্বজয়ার কান্না, অপুর ছেলেবেলা, সবই যেন বাঙালির কাছে নস্টালজিয়া। ঘটনাক্রমগুলিও যেন গেঁথে গিয়েছে সিনেপ্রেমীদের হৃদয়ে।

০৪ ১১
সুবর্ণরেখা (১৯৬৫)- ছবির মাধ্যমে মানুষের হৃদয়ে প্রবেশ করতে বরাবরই সফল হয়েছেন কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটক। দেশভাগের প্রেক্ষাপট এবং ভাই-বোনের সম্পর্ককে যেন নিপুণ হস্তে বুনেছিলেন তিনি। দাদা ঈশ্বর এবং বোন সীতার স্নেহের সম্পর্ক আজও মনে রেখেছে দর্শক। ছবিটি ১৯৬২ সালে তৈরি হলেও মুক্তি পায় এর প্রায় ৩ বছর পর।

সুবর্ণরেখা (১৯৬৫)- ছবির মাধ্যমে মানুষের হৃদয়ে প্রবেশ করতে বরাবরই সফল হয়েছেন কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটক। দেশভাগের প্রেক্ষাপট এবং ভাই-বোনের সম্পর্ককে যেন নিপুণ হস্তে বুনেছিলেন তিনি। দাদা ঈশ্বর এবং বোন সীতার স্নেহের সম্পর্ক আজও মনে রেখেছে দর্শক। ছবিটি ১৯৬২ সালে তৈরি হলেও মুক্তি পায় এর প্রায় ৩ বছর পর।

০৫ ১১
সাহেব (১৯৮১)- এক জন প্রতিভাবান ফুটবলার হওয়া সত্ত্বেও বরাবরই নিগৃহীত হতে হয় সাহেবকে (তাপস পাল)। জীবনের অত্যন্ত কঠিন পরিস্থিতিতে সাহেব পাশে পেয়েছিল তার শ্যালিকা এবং বোন বুল্টিকে (মহুয়া রায়চৌধুরী)। ছবিটি ট্র্যাজিক মোড় নেয় যখন বোন বুল্টির বিবাহের খরচ সামলানোর জন্য ফুটবলের কথা না ভেবেই নিজের কিডনি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সাহেব। তার পর?

সাহেব (১৯৮১)- এক জন প্রতিভাবান ফুটবলার হওয়া সত্ত্বেও বরাবরই নিগৃহীত হতে হয় সাহেবকে (তাপস পাল)। জীবনের অত্যন্ত কঠিন পরিস্থিতিতে সাহেব পাশে পেয়েছিল তার শ্যালিকা এবং বোন বুল্টিকে (মহুয়া রায়চৌধুরী)। ছবিটি ট্র্যাজিক মোড় নেয় যখন বোন বুল্টির বিবাহের খরচ সামলানোর জন্য ফুটবলের কথা না ভেবেই নিজের কিডনি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সাহেব। তার পর?

০৬ ১১
মেঘে ঢাকা তারা (১৯৬০)- “দাদা আমি বাঁচতে চাই” ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ ছবির কেন্দ্রীয় চরিত্র নীতার মুখে এই সংলাপ আজও মনে গেঁথে আছে দর্শকের। নীতা চরিত্রটি পরিচালক ঋত্বিক ঘটকের এমন এক অনন্য সৃষ্টি যা নিজেকে উজাড় করেও বাঁচিয়ে রাখতে চায় দাদার স্বপ্নগুলোকে।

মেঘে ঢাকা তারা (১৯৬০)- “দাদা আমি বাঁচতে চাই” ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ ছবির কেন্দ্রীয় চরিত্র নীতার মুখে এই সংলাপ আজও মনে গেঁথে আছে দর্শকের। নীতা চরিত্রটি পরিচালক ঋত্বিক ঘটকের এমন এক অনন্য সৃষ্টি যা নিজেকে উজাড় করেও বাঁচিয়ে রাখতে চায় দাদার স্বপ্নগুলোকে।

০৭ ১১
আহা রে (২০১৯)- বৌদি এবং দেওরের মধ্যে দিদি-ভাইয়ের এমন পবিত্র সম্পর্ক পর্দায় ফুটিয়ে তুলেছিলেন পরিচালক রঞ্জন ঘোষ। তিনি দেখিয়েছিলেন, কিছু সম্পর্ক রক্তের সম্পর্কের থেকেও গভীর। বসুন্ধরা এবং ছোট দেওর বাপ্পার গল্প আপনারও বেশ ভাল লাগবে।

আহা রে (২০১৯)- বৌদি এবং দেওরের মধ্যে দিদি-ভাইয়ের এমন পবিত্র সম্পর্ক পর্দায় ফুটিয়ে তুলেছিলেন পরিচালক রঞ্জন ঘোষ। তিনি দেখিয়েছিলেন, কিছু সম্পর্ক রক্তের সম্পর্কের থেকেও গভীর। বসুন্ধরা এবং ছোট দেওর বাপ্পার গল্প আপনারও বেশ ভাল লাগবে।

০৮ ১১
জেনারেশন আমি (২০১৮)- প্রায় ৬ বছর আগে এই নভেম্বর মাসেই মুক্তি পেয়েছিল পরিচালক মৈনাক ভৌমিকের ছবি ‘জেনারেশন আমি’। ছবিতে সৌরসেনী মৈত্র এবং ঋতব্রত মুখোপাধ্যায় যেন এই ‘জেনারেশন’-এর ‘অপু-দুর্গা’।

জেনারেশন আমি (২০১৮)- প্রায় ৬ বছর আগে এই নভেম্বর মাসেই মুক্তি পেয়েছিল পরিচালক মৈনাক ভৌমিকের ছবি ‘জেনারেশন আমি’। ছবিতে সৌরসেনী মৈত্র এবং ঋতব্রত মুখোপাধ্যায় যেন এই ‘জেনারেশন’-এর ‘অপু-দুর্গা’।

০৯ ১১
মিনি (২০২২)- শুধু কি ভাই-বোন? মাসি এবং বোনঝির মধ্যে যে অবিচ্ছেদ্য স্নেহের বন্ধন গড়ে উঠতে পারে, তা অতি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছিল বড়পর্দায়। পরিচালকের আসনে আবারও মৈনাক ভৌমিক।

মিনি (২০২২)- শুধু কি ভাই-বোন? মাসি এবং বোনঝির মধ্যে যে অবিচ্ছেদ্য স্নেহের বন্ধন গড়ে উঠতে পারে, তা অতি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছিল বড়পর্দায়। পরিচালকের আসনে আবারও মৈনাক ভৌমিক।

১০ ১১
পরিণীতা (২০১৯)- উত্তর কলকাতার একটি পাড়ার গল্প। পাড়াতুতো প্রেম, বাবাইদা এবং মেহুলকে ঘিরেই মূল গল্পটি আবর্তিত হলেও মেহুল ও তার ভাইয়ের সম্পর্কের সমীকরণও কিন্তু বেশ মনে রাখার মতো।

পরিণীতা (২০১৯)- উত্তর কলকাতার একটি পাড়ার গল্প। পাড়াতুতো প্রেম, বাবাইদা এবং মেহুলকে ঘিরেই মূল গল্পটি আবর্তিত হলেও মেহুল ও তার ভাইয়ের সম্পর্কের সমীকরণও কিন্তু বেশ মনে রাখার মতো।

১১ ১১
সুলতান (২০১৮) - ছবিতে জিতের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা সরকার। যে বোনের জন্য সবটা উজাড় করে দিতে পারে রাজা (জিৎ)। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

সুলতান (২০১৮) - ছবিতে জিতের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা সরকার। যে বোনের জন্য সবটা উজাড় করে দিতে পারে রাজা (জিৎ)। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy