সুবর্ণরেখা (১৯৬৫)- ছবির মাধ্যমে মানুষের হৃদয়ে প্রবেশ করতে বরাবরই সফল হয়েছেন কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটক। দেশভাগের প্রেক্ষাপট এবং ভাই-বোনের সম্পর্ককে যেন নিপুণ হস্তে বুনেছিলেন তিনি। দাদা ঈশ্বর এবং বোন সীতার স্নেহের সম্পর্ক আজও মনে রেখেছে দর্শক। ছবিটি ১৯৬২ সালে তৈরি হলেও মুক্তি পায় এর প্রায় ৩ বছর পর।
সাহেব (১৯৮১)- এক জন প্রতিভাবান ফুটবলার হওয়া সত্ত্বেও বরাবরই নিগৃহীত হতে হয় সাহেবকে (তাপস পাল)। জীবনের অত্যন্ত কঠিন পরিস্থিতিতে সাহেব পাশে পেয়েছিল তার শ্যালিকা এবং বোন বুল্টিকে (মহুয়া রায়চৌধুরী)। ছবিটি ট্র্যাজিক মোড় নেয় যখন বোন বুল্টির বিবাহের খরচ সামলানোর জন্য ফুটবলের কথা না ভেবেই নিজের কিডনি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সাহেব। তার পর?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy