ছোট ইলিশ বিক্রির বিরুদ্ধে শুক্রবার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালাল জেলা মৎস্য দফতর। বিভিন্ন মাছ বাজারে গিয়ে ৫০০ গ্রামের কম ওজনের ইলিশ বিক্রি করা হলে আইন অনুসারে জরিমানা ও শাস্তি পেতে হবে বলে ব্যবসায়ীদের সতর্ক করেন জেলা মৎস্য দফতরের সহ-আধিকারিক জয়ন্ত প্রধান। তিনি বলেন, ‘‘ব্যবসায়ীদের বলে দেওয়া হয়েছে, এরপর ৫০০ গ্রামের থেকে কম ওজনের ইলিশ বিক্রি করা হলে গ্রেফতার করা হবে। ওই বিষয়ে প্রচারপত্রও বিলি করা হয়েছে।’’ নতুনবাজার মৎস্য আড়ত কল্যাণ সমিতির সম্পাদক অনিল মণ্ডল বলেন, ‘‘আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের কাছে মজুত থাকা ছোট ইলিশ বিক্রির পরে আর ছোট ইলিশ কিনব না, বিক্রিও করব না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy