মাধ্যমিক চলাকালীন সেন্টারে ঢুকে নিজের স্কুলের ছেলেদের উত্তর বলে দেওয়ায় মদত জুগিয়েছিলেন তিনি। পর্ষদের সচিবের কাছে তা নিয়ে নালিশও জমা পড়েছিল। তাতে অবশ্য বিন্দুমাত্র ‘লজ্জিত’ হননি রসুল্লাপুর হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক তথা কল্যাণী মহকুমা মধ্যশিক্ষা পর্ষদের মনোনীত আহ্বায়ক আশুতোষ মণ্ডল। বরং সে খবর প্রকাশ হওয়ায় সহকর্মীদের কাছে উষ্মা প্রকাশ করতেও ছাড়েননি। এ বার, সে প্রসঙ্গ তুলে সরাসরি ফেসবুকে অশ্রাব্য গালিগালাজ করে আক্রমণ করলেন এক শিক্ষককে। কেন? চাকদহের ওই শিক্ষক আনন্দবাজারে প্রকাশিত খবরটি ফেসবুকে ‘শেয়ার’ করেন। সেই ‘অপরাধে’ ওই আক্রমণ। অশ্লীল ভাষায় গালমন্দের পাশাপাশি জনৈক সমীর দেবনাথ নামে ওই শিক্ষককে তিনি হুমকিও দেন বলে অভিযোগ। বিপত্তি বাধে তার পরেই। খবরটা ছড়িয়ে পড়তেই, বিপদ বুঝে আশুতোষ বলতে তাকেন, কেউ তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ওই ‘কাণ্ড’ করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy