Advertisement
০৩ নভেম্বর ২০২৪

দুষ্কৃতীদের গুলি, খুন ধানতলায়

গুলি করে, তার পর মৃত্যু নিশ্চিত করতে গলার নলি কেটে খুন করা হল এক যুবককে। শুক্রবার রাতে ধানতলা থানার পাঁচবেড়িয়া নতুনপাড়া এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহত ওই যুবকের নাম রতন ঘোষ(৪৪)। বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত ছিল সে।

নিজস্ব সংবাদদাতা
রানাঘাট শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৭ ০০:৩৩
Share: Save:

গুলি করে, তার পর মৃত্যু নিশ্চিত করতে গলার নলি কেটে খুন করা হল এক যুবককে। শুক্রবার রাতে ধানতলা থানার পাঁচবেড়িয়া নতুনপাড়া এলাকার ঘটনা।

পুলিশ জানিয়েছে, নিহত ওই যুবকের নাম রতন ঘোষ(৪৪)। বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত ছিল সে। এ দিকে রতনকে নিজেদের কর্মী বলে দাবি করেছে তৃণমূল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াইয়ের জেরেই হয়তো এই খুন। রতনের পরিবার থানায় খুনের অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত এগারোটা নাগাদ রানাঘাট ২ নম্বর ব্লকের যুগোলকিশোর গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া এলাকার একটি টিনের ছাউনি দেওয়া ঘরে বসে কয়েক জন বন্ধুর সঙ্গে আড্ডা মারছিল রতন ঘোষ। অভিযোগ, হঠাৎই কিছু দুষ্কৃতী ঘরে ঢুকে তাকে লক্ষ করে গুলি চালায়। তার পর মৃত্যু নিশ্চিত করতে তার গলার নলি কেটে দেয়। বেগতিক বুঝে পালিয়ে গিয়েছিল তার সঙ্গীরা। রানাঘাট ২ নম্বর ব্লকের বিজেপি নেতা অশোক বিশ্বাস বলেন, “আমি যত দূর জানতে পেরেছি, কিছু দিন থেকে রতন একটি জুয়ার ঠেক চালাছিল। তা নিয়ে বিরোধী গোষ্ঠীর লোকেদের সঙ্গে ঝামেলাও চলছিল।”

রতনকে অবশ্য ‘ভাল ছেলে’ বলেই দাবি করেছেন রানাঘাট উত্তর-পূর্বের তৃণমূল বিধায়ক সমীরকুমার পোদ্দার। তিনি বলেন, “রতন এলাকায় ভাল ছেলে বলে পরিচিত। সে আমাদের দলের সক্রিয় কর্মী। কোনও অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল বলে জানা নেই।” শনিবার বিকেল চারটে থেকে ধানতলা থানার পাঁচবেড়িয়া রেল স্টেশনের কাছে রেল অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। এর জেরে পূর্বরেলের শিয়ালদহ বিভাগের রানাঘাট-গেদে শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে যায়। ঘণ্টা খানেক পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

অন্য বিষয়গুলি:

shot dead Ranaghat Murdered
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE