Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪

জমি কিনেও ঘরহীন, প্রৌঢ় আত্মঘাতী

উদ্ধার হল এক ব্যক্তির দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। নাম সুনীল দাস (৫৬)। বাড়ি কোতোয়ালি থানার সুকান্তপল্লী।

কৃষ্ণনগর শেষ আপডেট: ২৩ জুন ২০১৬ ০৬:২০
Share: Save:

উদ্ধার হল এক ব্যক্তির দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। নাম সুনীল দাস (৫৬)। বাড়ি কোতোয়ালি থানার সুকান্তপল্লী। পারিবারিক অশান্তির জেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি। মোটা টাকা ঋণ করে জমি কিনে ঘর বানান তিনি। কিন্তু কিছু দিন পরে জানতে পারেন সেই জমি আসলে কৃষ্ণনগর পুরসভার। যাঁদের কাছ থেকে জমিটা কিনেছেন, তারা আসল মালিক নয়। শুধু তাই নয়, পুরসভা মাইকে করে এ-ও ঘোষণা করে গিয়েছে, যে এই জমি থেকে তুলে দেওয়া হবে সকলকেই। তার পর থেকে প্রচণ্ড চিন্তায় পড়ে যান রিক্সা চালক সুনীল দাস (৫৬)। কেন এখানে জমি কিনে বাড়ি করা হল, তাই নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু হয়। মঙ্গলবার দুপুরেও একই কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। সুনীল দাস পিঁড়ি দিয়ে আঘাত করে স্ত্রী গীতা দাসের মাথা ফাঁটিয়ে দেয়। প্রতিবেশীরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। অনুমান সেই সময়ই ঘরের ভিতরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন সুনীল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suicide Land-owned
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE