প্রহৃত: কর্মীদের এক জন। —নিজস্ব চিত্র।
আবাসন প্রকল্পের দ্বিতীয় দফার টাকা না পেয়ে ক্ষুব্ধ উপভোক্তারা চড়াও হল দুই পুরকর্মীর উপর। অভিযোগ, মঙ্গলবার ১৩ নম্বর ওয়ার্ডের জনা তিরিশেক লোক কান্দি পুরসভার হিসাব রক্ষক ও পুর আধিকারিককে মারধর করে।
সবার জন্য বাড়ি প্রকল্পে প্রথম পর্যায়ের ৯০ হাজার টাকা দিয়েছে। পুরো প্রকল্পের জন্য ৩ লক্ষ ৬৮ হাজার টাকা পাওয়ার কথা এক একজন উপভোক্তার। তাদের দাবি, ‘‘পুরসভা পুরো টাকা দিচ্ছে না। নির্মীয়মান অবস্থায় প়়ড়ে রয়েছে বাড়ি। উঠোনে ত্রিপল টাঙিয়ে থাকতে হচ্ছে।’’
এ দিন পর্যায়ের টাকা দাবি করে উপভোক্তারা পুরসভার হিসাব রক্ষকের সঙ্গে দেখা করে। অভিযোগ, আচমকা কয়েকজন উপভোক্তা হিবাসরক্ষক প্রদীপ দে-র উপর চড়াও হয়। বেগতিক দেখে পুর আধিকারিক অজয় কুমার চৌধুরী বাধা দিতে যান। ক্ষুব্ধ লোকজন অজয়বাবুকেও পেটায়। তাঁর বা হাতে আঘাত লাগে। অজয়বাবু বলেন, “ওই টাকা কী ভাবে দেওয়া হবে, তা কাউন্সিলদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। এখানে কর্মীদের কিছু করার নেই। এ ভাবে পুরসভা চলতে পারে না। কথায় কথায় ধর্মঘট, মারপিঠ, অশান্তি লেগেই আছে।’’ ভারপ্রাপ্ত পুরপ্রধান সান্ত্বনা রায় বলেন, “পুরকর্মীদের মারধরের ঘটনা মেনে নেওয়া যায় না। ওই তহবিলে কোনও টাকা নেই। টাকা এলে নিশ্চয়ই দেওয়া হবে।’’
পুরসভার তরফে এ দিনের পুরো ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। তৃণমূল পরিচালিত কর্মচারী সমিতির নেতা সুভাষ মণ্ডল বলেন, “বিষয়টি জেলাশাসককেও জানাব। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে কর্মীরা ধর্মঘট করবেন কর্মীরা।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy