চাকরিহারা এক দম্পতি মনোচিকিৎসকের কাছে আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করলেন। শুক্রবার সমাজমাধ্যমে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন বহরমপুরের মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্য।
ওই চিকিৎসক জানান, চাকরিহারা এক দম্পতিকে নিয়ে বৃহস্পতিবার রাতে তাঁর চেম্বারে হাজির হয়েছিলেন তাঁদের পরিজন। কথাবার্তার ফাঁকে ওই দম্পতি তাঁর কাছে আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করেন বলে দাবি ওই চিকিৎসকের। তিনি ওই দম্পতিকে কাউন্সেলিং করেছেন, সঙ্গে খাওয়ার ওষুধও দেন।
শুক্রবার ঘটনাটি সমাজমাধ্যমে লিখেছেন তিনি। সেখানে জানান, ওইদিন রাত ৮টায় চাকরিহারা এক শিক্ষক দম্পতি তাঁর কাছে এসেছিলেন। তাঁদের সাত বছরের দাম্পত্য জীবন। পাঁচ বছরের একটি মেয়েও রয়েছে। এ দিন ফোনে ওই চিকিৎসক বলেন, ‘‘কথাবার্তা চলাকালীন দু’জনেই আত্মহত্যার ইচ্ছার কথা আমায় বলেন। হঠাৎ আর্থিক অনিশ্চয়তায় পড়ার জন্য তো বটেই, তবে তার চেয়েও বেশি অপমানবোধ এবং আত্মগ্লানির জন্য। আমি ওঁদের কাউন্সেলিং করি এবং ওষুধ দিয়ে বাড়ি পাঠাই। তবে বাড়ির লোককে বলেছি, প্রয়োজনে হাসপাতালে ভর্তি রাখার জন্য। বাড়িতে সর্বক্ষণ ওঁদের উপর নজর রাখতেও বলেছি।’’ রঞ্জন সমাজমাধ্যমে পোস্ট করে চাকরিহারাদের প্রতি সহমর্মী হওয়ার আবেদন করেছেন সকলকে। পোস্টে অনেকেই নানা মন্তব্য করছেন।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)