Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
arrest

জাল টাকা-সহ গ্রেফতার মুর্শিদাবাদের কংগ্রেস নেতা! চরমে রাজনৈতিক চাপানউতর

পুলিশ সূত্রে খবর, কাশিমনগর এলাকায় অভিযান চালিয়ে ৪০টি ৫০০ টাকার জাল নোট-সহ গ্রেফতার করা হয় জুলফিকর আলিকে। হরিহরপাড়া ব্লকের চোয়া অঞ্চল কংগ্রেসের সভাপতির পদে ছিলেন অভিযুক্ত।

congress leader

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১৫:৪০
Share: Save:

জাল টাকা-সহ গ্রেফতার হলেন কংগ্রেসের অঞ্চল সভাপতি। শুক্রবার ওই ঘটনায় রাজনৈতিক চাপানউতর ছড়াল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। ধৃত কংগ্রেস নেতার নাম জুলফিকর আলি। এর আগে তৃণমূল নেতা খুনে নাম জড়িয়েছিল তাঁর। এ নিয়ে শাসকদল হাত শিবিরকে কটাক্ষ করেছে। আর কংগ্রেসের দাবি, আগেই সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল জুলফিকরকে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে কাশিমনগর এলাকায় একটি দল অভিযান চালায়। সেখান থেকেই ৪০টি ৫০০ টাকার জাল নোট-সহ গ্রেফতার করা হয় জুলফিকরকে। হরিহরপাড়া ব্লকের চোয়া অঞ্চল কংগ্রেসের সভাপতির পদে ছিলেন অভিযুক্ত। পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে, হরিহরপাড়া থানা এলাকায় এক তৃণমূল নেতা সনাতন ঘোষের খুনের ঘটনায় অন্যতম অভিযুক্তের খাতায় নাম রয়েছে জুলফিকরের। কিন্তু খুনের ঘটনায় নাম জড়ানোর পর পরই তিনি ‘বেপাত্তা’ হয়ে গিয়েছিলেন।

বেশ কিছু দিন ধরে ওই কংগ্রেস নেতা জাল টাকার কারবারে যুক্ত আছেন বলে সূত্র মারফত জানতে পারে পুলিশ। শুক্রবার ধৃতকে বহরমপুর আদালতে হাজির করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, কী ভাবে জাল টাকার কারবার চালাতেন অভিযুক্ত, আর কারা এই চক্রে জড়িত, সে সব জানতে জুলফিকরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। সেই কারণে ১০ দিনের জন্য তাঁকে হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে তারা।

অন্য দিকে, এই ঘটনা প্রসঙ্গে ব্লক কংগ্রেসের সভাপতি জাহাঙ্গির শাহ বলেন, ‘‘কেউ অসামাজিক কাজকর্মের সঙ্গে লিপ্ত থাকলে তাঁকে আমরা কোনও ভাবেই দলে বরদাস্ত করব না।’’ তিনি আরও বলেন, ‘‘পাড়া গ্রামে খুনের ঘটনায় নাম জড়ানোর পরেই তাঁকে (জুলফিকর) অঞ্চল কংগ্রেস সভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছে।’’ অন্য দিকে, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের খোঁচা, ‘‘মুর্শিদাবাদে কংগ্রেস দুষ্কৃতীদের আশ্রয়দানকারী একটি দল হয়ে উঠেছে। আইন আইনের পথেই চলবে।’’

অন্য বিষয়গুলি:

arrest Congress Leader Murshidabad TMC police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy