Advertisement
০৬ নভেম্বর ২০২৪
West Bengal Panchayat Election 2023

নদিয়ায় তৃণমূল প্রার্থীর বাড়িতে বোমা বিস্ফোরণ, প্রতিবাদে রাস্তা অবরোধ বিজেপির

স্থানীয় সূত্রে খবর, বেতাই ২ পঞ্চায়েতের দক্ষিণ জিৎপুরের ১৭৬ নম্বর বুথের তৃণমূল প্রার্থী শ্যামল মণ্ডলের বাড়িতে শুক্রবার বিস্ফোরণ ঘটে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
তেহট্ট শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ১৯:৩৮
Share: Save:

নদিয়ায় তৃণমূল প্রার্থীর বাড়িতে বোমা বিস্ফোরণ। স্থানীয়দের দাবি, বাড়িতে মজুত বোমা থেকেই বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনার পরেই তৃণমূল প্রার্থীর গ্রেফতারের দাবিতে কৃষ্ণনগর-করিমপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকেরা। পাল্টা শাসকদলের দাবি, এলাকায় সন্ত্রাস ছড়াতেই এই তৃণমূল প্রার্থীর বাড়িতে বোমা ছোড়া হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বেতাই ২ পঞ্চায়েতের দক্ষিণ জিৎপুরের ১৭৬ নম্বর বুথের তৃণমূল প্রার্থী শ্যামল মণ্ডলের বাড়িতে শুক্রবার বিস্ফোরণ ঘটে। অভিযোগ, শনিবার, ভোটের দিন এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতেই বোমা মজুত করছিলেন শ্যামল। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। এর পরেই রাস্তা অবরোধ করেন বিজেপির কর্মীরা। প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধের জেরে তীব্র যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখা হয়। পরে অবশ্য পুলিশেরই আশ্বাসে অবরোধ ওঠে।

শ্যামলের পাল্টা দাবি, ‘‘বিরোধীরাই আতঙ্কের পরিবেশ তৈরি করতে আমার বাড়িতে রাতে বোমা ছুড়েছে।’’

অন্য বিষয়গুলি:

West Bengal Panchayat Election 2023
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE