অধীর চৌধুরী। নিজস্ব চিত্র
বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে ‘সাম্মানিক ডক্টরেট’ উপাধি দিল একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ৩০ নভেম্বর, শ্রীসারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ (শ্রীসিম), দিল্লিতে তাদের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে অধীর চৌধুরীকে ওই সম্মান জানিয়েছে।
সমাবর্তন অনুষ্ঠানে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গডকরিও উপস্থিত ছিলেন। অধীরের সঙ্গেই ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সঙ্গীত শিল্পী এআর রহমান, জেট এয়ারওয়েজের চেয়ারমম্যান নরেশ গোয়েল, কাতারের দোহা ব্যাঙ্কের সিইও আর সীতারামন, ওস্তাদ রশিদ খাঁ-সহ আরও বেশ কয়েকজনকে সম্মান জানানো হয়েছে।
অধীর বলেন, ‘‘এই সম্মান পেয়ে যেমন অবাক হয়েছি, তেমনি খুশিও হয়েছি।’’ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ‘সাম্মানিক ডক্টরেট’ উপাধি পাওয়ায় খুশি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের নেতা-কর্মীরা। শনিবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে অকাল হোলির পরিবেশ ছিল। জেলা কংগ্রেস সভাপতি আবু হেনা, বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী, জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাসদের উপস্থিতিতে সেখানে চলে মিস্টিমুখ পর্ব। পরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ‘‘শ্রীসিম রিসার্চ ফাউন্ডেশন অধীর চৌধুরীকে ডক্টরের উপাধি দেওয়ায় আমরা গর্বিত।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy