Advertisement
০৬ নভেম্বর ২০২৪

বই প্রকাশ বাতিল

মাদার টেরিজাকে নিয়ে একটি বই প্রকাশের অনুষ্ঠান বাতিল করে দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কাল, ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের দারভাঙা হলে মাদারকে নিয়ে একটি বইয়ের বাংলা অনুবাদ প্রকাশ পাওয়ার কথা ছিল।

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৬ ০৩:৫৯
Share: Save:

মাদার টেরিজাকে নিয়ে একটি বই প্রকাশের অনুষ্ঠান বাতিল করে দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কাল, ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের দারভাঙা হলে মাদারকে নিয়ে একটি বইয়ের বাংলা অনুবাদ প্রকাশ পাওয়ার কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের এক কর্তা জানান, এই বইয়ে কিছু বিষয় উঠে এসেছে যা বিতর্কিত বলে অনেকে মনে করতে পারেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয় নিজেকে জড়াতে চায় না। সে জন্যই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত। মঙ্গলবার প্রকাশক সংস্থাকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘বিশেষ কারণে’ অনুষ্ঠান বাতিল হল। প্রকাশক সংস্থার তরফে বলা হয়েছে, ‘‘শেষ মুহূর্তে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে আমরা হতাশ।’’ তবে উপাচার্য আশুতোষ ঘোষকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি এই বিষয়ে কিছু জানি না।’’

অন্য বিষয়গুলি:

Mother teresa book publish
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE