এ বার জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৯টি প্রকল্পের উদ্বোধন এবং ২৪টি প্রকল্পের শিলান্যাস করবেন বলে প্রশাসন সূত্রে খবর। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী সোমবার শালবনির গোদাপিয়াশালে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী প্রকল্পগুলোর উদ্বোধন এবং শিলান্যাস করবেন। জেলা পরিষদের তৃণমূল দলনেতা অজিত মাইতি বলেন, “সোমবার জেলায় মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে। এ বারও মুখ্যমন্ত্রীর হাত ধরে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস হবে।”
যে ১৯টি প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা, তার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা, শালবনি-নয়াগ্রাম-লালগড়ে কলেজ, ঝাড়গ্রাম রাজ কলেজের মহিলা বিভাগ, রামগড় পলিটেকনিক কলেজ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চারটি রাস্তা, একাধিক স্কুলের ছাত্রী নিবাস। যে ২৪টি প্রকল্পের শিলান্যাস হওয়ার কথা, তার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর ও নয়াগ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল, বিনপুর-২ ব্লকের শিলদায়, নারায়ণগড়ের বেলদায় এবং পিংলার মোহনপুরে মার্কেটিং হাব কাম ট্রেনিং সেন্টার, শালবনির কলাবেড়িয়া-ভাদুতলা, সবংয়ের কোলন্দা, ঘাটালের আনন্দপুর-সুন্দরপুর, দাঁতন-২ ব্লকের বামনদায় জল প্রকল্প, পাঁচটি সৌরশক্তি চালিত ক্ষুদ্র সেচ প্রকল্প, গোপীবল্লভপুর-২, চন্দ্রকোনা- ২ এবং জামবনিতে ব্লক ভূমি এবং ভূমি সংস্কার দফতরের নতুন অফিস তৈরি, কেশিয়াড়ির দুধেবুধেতে দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্প।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলা থেকে এই ৪৩টি প্রকল্পের তালিকাই রাজ্যে পাঠানো হয়েছে। সাধারণত, জেলা থেকে পাঠানো তালিকাই রাজ্য অনুমোদন করে। তবে ক্ষেত্র বিশেষে কিছু সংযোজন বা বিয়োজন হয়েই থাকে। আগামী সোমবার মেদিনীপুরে আসার কথা মুখ্যমন্ত্রীর। প্রশাসনিক এই সফরে শালবনিতে সিমেন্ট কারখানার উদ্বোধন করবেন তিনি। তারপর মেদিনীপুর শহরে জেলা পরিষদের সভাকক্ষে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। মাঝে গোদাপিয়াশালে সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠান থেকেই সারবেন উদ্বোধন- শিলান্যাস। উপভোক্তাদের সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধাও প্রদান করবেন মুখ্যমন্ত্রী।
গোড়ায় ঠিক ছিল, মেদিনীপুর শহর লাগোয়া কেরানিচটিতে সরকারি অনুষ্ঠান হবে। গত মঙ্গলবার এই এলাকা পরিদর্শনও করেন পুলিশ-প্রশাসনের কর্তারা। পরে সিদ্ধান্ত বদলায়। ঠিক হয়, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক অনুষ্ঠান হবে শালবনির গোদাপিয়াশালে। সেই মতো বুধবার সেই এলাকা পরিদর্শন করেন জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা, জেলা পুলিশ সুপার ভারতী ঘোষ। ইতিমধ্যে স্থানীয় মাঠে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে। কড়া নিরাপত্তার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy