Advertisement
২০ ডিসেম্বর ২০২৪
Popular Password of Device

বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত তিন পাসওয়ার্ডে ধারাপাতের আতিশয্য! এর মধ্যে আপনি ব্যবহার করেন কোনটি?

ডিজিটাল দুনিয়ায় যা-ই কিছু করুন না কেন, প্রায় সব ক্ষেত্রেই পাসওয়ার্ড জরুরি। তা সে কোনও সমাজমাধ্যম অ্যাকাউন্ট হোক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক, ইমেল অ্যাকাউন্ট কিংবা ফোন বা ল্যাপটপ যা-ই থাক না কেন, তার জন্য পাসওয়ার্ড অত্যন্ত জরুরি।

Which are the most used passwords of world

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৭:০৫
Share: Save:

ডিজিটাল দুনিয়ায় যা-ই কিছু করুন না কেন, পাসওয়ার্ড জরুরি। তা সে কোনও সমাজমাধ্যম অ্যাকাউন্ট হোক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট কিংবা ফোন বা ল্যাপটপ যা-ই হোক না কেন, তার জন্য পাসওয়ার্ড অত্যন্ত জরুরি। অবশ্য এই পাসওয়ার্ডের তথ্য হাতাতে পারলে বহু গুরুত্বপূর্ণ তথ্য চলে যেতে পারে হ্যাকারদের দখলে। দুষ্টের যেমন ছলের অভাব হয় না, তেমনই পাসওয়ার্ড চুরি করতে ফন্দি-ফিকিরেরও অভাব নেই হ্যাকারদের। কিন্তু জানা আছে কি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড কোনটি?

পাসওয়ার্ড ম্যানেজার সংস্থা নর্ডপাস পাসওয়ার্ড সংক্রান্ত গবেষণার সাম্প্রতিকতম সংস্করণে জানিয়েছে, বিশ্বের সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড হল ১২৩৪৫৬। এর পরে রয়েছে যথাক্রমে, ১২৩৪৫৬৭৮৯, ১২৩৪৫৬৭৮, পাসওয়ার্ড (সব অক্ষর ছোট হাতের), কোয়ার্টি ১২৩, কোয়ার্টি ১, ১১১১১১, সিক্রেট এবং ১২৩১২৩। এ ছাড়াও শীর্ষ ২০টি অন্যান্য পাসওয়ার্ডের মধ্যে রয়েছে ১২৩৪৫৬৭৮৯০, ১২৩৪৫৬৭, ০০০০০০, এবিসি১২৩, আইলাভইউ, ড্রাগন, মাঙ্কি, পাসওয়ার্ড (প্রথম অক্ষর বড় হাতের বাকি সব ছোট হাতের) এবং ১২৩৩২১।

উল্লেখ্য, কোনও প্রয়োজনীয় অ্যাকাউন্ট, ফোন কিংবা ল্যাপটপের পাসওয়ার্ড দেওয়ার পর যদি ভেবে বসেন আপনার সেই অ্যাকাউন্ট সুরক্ষিত, তা হলে সেই ভাবনা একেবারেই ভুল। সেই পাসওয়ার্ডও কয়েক সেকেন্ডেই ভেঙে ফেলা সহজ হ্যাকার বা সাইবার অপরাধীদের কাছে। ডিজিটাল দুনিয়ার যত অগ্রগতি হয়েছে, তার ফাঁকফোকরগুলিও ততই প্রকট হচ্ছে। তাই প্রতিনিয়তই সাইবার প্রতারণার খবর প্রকাশ্যে আসছে দেশ এবং দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে। সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা পেতে তাই সরকার থেকে জনগণকে বার বার সতর্ক করা হয়। কিন্তু তার পরেও সামান্য ভুলচুকে কারও অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে, কারও ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাচ্ছে। ফলে পাসওয়ার্ড দিয়েই যে আপনি পুরোপুরি নিশ্চিন্ত হতে পারবেন এমনটাও নয়। তাই পাসওয়ার্ড এমনই দেওয়া উচিত, যা সহজে হ্যাক করা কঠিন।

অন্য বিষয়গুলি:

Viral News password Device
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy