প্রচারে বামপ্রার্থী তাপস সিংহ। ছবি: সোহম গুহ।
ভোট যত এগোচ্ছে, ততই জমে উঠছে প্রচার।
আগুনে রোদকে উপেক্ষা করেই তমলুক লোকসভা কেন্দ্রের অর্ন্তগত হলদিয়া মহকুমায় তৃণমূল, সিপিএম, কংগ্রেস ও বিজেপি সব পক্ষই জোরকদমে প্রচার শুরু করেছে। বুধবার মহিষাদল ব্লকের গড়কমলপুর পঞ্চায়েত এলাকার কাঞ্চনপুর ও কাঁকুড়দা গ্রামের মোট চারটি বুথে পদযাত্রার পাশাপাশি ছোট সভা করেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী। এই চারটি বুথের মধ্যে সিপিএম ও তৃণমূলের দখলে দু’টি করে বুথ রয়েছে। এ দিন সভায় শুভেন্দুবাবু তৃণমূল সরকারের আমলে রাজ্যে সংখ্যালঘুদের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। প্রচারে পিছিয়ে নেই তমলুক কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শেখ আনোয়ার আলিও। মহিষাদল শহর এলাকার নানা জায়গায় পদযাত্রা করেন শেখ আনোয়ার আলি। তাঁর আলির দাবি, ব্লক ও পঞ্চায়েত সদর এলাকায় এই ধরনের পদযাত্রা চলছে। সকাল ও সন্ধ্যায় ছোট ছোট সভা ও বুথে বুথে প্রচারও করা হচ্ছে।
প্রচারে কোনও ফাঁক রাখতে চাইছেন না তমলুক কেন্দ্রের সিপিএম প্রার্থী শেখ ইব্রাহিম আলি। সকাল সাতটা থেকে প্রচার শুরু। তারপর গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে দুপুরের তিন ঘণ্টা প্রচারের কাজ বন্ধ রেখে বিশ্রাম। আবার বিকেল হতেই প্রচারের কাজে নামছেন প্রার্থী। ভোট প্রচারে এ দিন সকালে সুতাহাটা এলাকায় পদযাত্রা ও ছোট সভা করেন তমলুকের বিজেপি প্রার্থী বাদশা আলম।
হাতে বেশি সময় নেই, তাই রোদ উপেক্ষা করেই বুধবার সারাদিন প্রচার করলেন কাঁথি লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী তাপস সিংহ। এ দিন কাঁথি ৩ ব্লকের কুসুমপুর অঞ্চলে প্রচার করেন তাপসবাবু। কুসুমপুরে এক সভায় তাপসবাবু অভিযোগ করেন, “গত পাঁচ বছর ধরে কেন্দ্রে মন্ত্রী থাকা সত্বেও এলাকার সাংসদ কাঁথির কোনও উন্নয়নই করেননি। কাঁথি উপকূলে পর্যটন শিল্পের বিকাশ ঘটানো ও এই অঞ্চলে উৎপন্ন পান, নারকেল ও কাজুবাদাম শিল্প গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থানের যে ব্যাপক সম্ভাবনা ছিল তার কোনও কাজই হয়নি।” প্রচারে তাপসবাবুর সঙ্গে ছিলেন প্রাক্তন কারিগরি শিক্ষামন্ত্রী চক্রধর মেইকাপ-সহ নেতৃবৃন্দ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy