Advertisement
০৬ নভেম্বর ২০২৪

পুলিশের তল্লাশি, উদ্ধার কার্তুজ- ম্যাগাজিন

বিশেষ তল্লাশি-অভিযানে নেমে ফের অস্ত্রশস্ত্র উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার কংসাবতী নদী সংলগ্ন পাকুড়িয়াপাল এলাকা থেকে বেশ কিছু কাতুর্জ- ম্যাগাজিন উদ্ধার হয়েছে। এগুলো একটি বস্তার মধ্যে ছিল। বস্তাটি নদীর ধারে পোঁতা ছিল। এদিন রাতে এক সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার ভারতী ঘোষ বলেন, “কার্তুজ- ম্যাগাজিন কী ভাবে ওখানে এল, তদন্তে তা দেখা হচ্ছে। বিশেষ তল্লাশি চলছে। বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।”

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৪ ০৭:৪১
Share: Save:

বিশেষ তল্লাশি-অভিযানে নেমে ফের অস্ত্রশস্ত্র উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার কংসাবতী নদী সংলগ্ন পাকুড়িয়াপাল এলাকা থেকে বেশ কিছু কাতুর্জ- ম্যাগাজিন উদ্ধার হয়েছে। এগুলো একটি বস্তার মধ্যে ছিল। বস্তাটি নদীর ধারে পোঁতা ছিল। এদিন রাতে এক সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার ভারতী ঘোষ বলেন, “কার্তুজ- ম্যাগাজিন কী ভাবে ওখানে এল, তদন্তে তা দেখা হচ্ছে। বিশেষ তল্লাশি চলছে। বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।”

উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের মধ্যে এ কে ৪৭- এর একটি ম্যাগাজিনও রয়েছে। এ কে ৪৭ পুলিশ বাহিনীর কাছেই থাকে। উদ্ধার হওয়া এই ম্যাগাজিন কী পুলিশের কাছ থেকেই খোওয়া যাওয়া? জেলা পুলিশ সুপার বলেন, “তদন্তে সমস্ত দিক দেখা হচ্ছে।”

এদিন যে সব অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, তারমধ্যে রয়েছে একনলা বন্দুকের ৭৫ রাউণ্ড কার্তুজ, ৮ এমএমের ৮৭ রাউণ্ড কার্তুজ, এ কে ৪৭- এর একটি ম্যাগাজিন, ইনসাসের দু’টি ম্যাগাজিন এবং পিস্তলের চারটি ম্যাগাজিন। যে এলাকা থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, তার একদিকে ঝাড়গ্রাম গ্রামীণ এলাকা।

অন্যদিকে, মেদিনীপুর গ্রামীণ এলাকা। স্থানীয় সূত্রে খবর, এদিন ওই এলাকার কয়েকজন নদীতে মাছ ধরতে গিয়েছিল। সেই সময়ই জালে বস্তাটি এসে লাগে।

অস্ত্রশস্ত্র রয়েছে বুঝতে পেরে গ্রামবাসীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ম্যাগাজিন- কার্তুজ উদ্ধার হয়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE