Advertisement
০৮ নভেম্বর ২০২৪

জেলা পরিষদের প্রতীক্ষালয়ের উদ্বোধন

পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে তৈরি প্রতীক্ষালয় উদ্বোধন হল সোমবার। এতদিন কোনও কাজে এসে সভাধিপতি, কর্মাধ্যক্ষ বা আধিকারিকদের জন্য অপেক্ষা করতে হলে অফিসের সামনে বাঁধানো গাছতলাতে বসেই কাটাতে হত। অবশেষে প্রতীক্ষালয় তৈরি হওয়ায় এই সমস্যা অনেকটাই মিটবে বলে আধিকারিকদের আশা।

উদ্বোধনের পর নতুন প্রতীক্ষালয়।  ছবি:  সৌমেশ্বর মণ্ডল।

উদ্বোধনের পর নতুন প্রতীক্ষালয়। ছবি: সৌমেশ্বর মণ্ডল।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১২ মে ২০১৫ ০০:৫৯
Share: Save:

পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে তৈরি প্রতীক্ষালয় উদ্বোধন হল সোমবার। এতদিন কোনও কাজে এসে সভাধিপতি, কর্মাধ্যক্ষ বা আধিকারিকদের জন্য অপেক্ষা করতে হলে অফিসের সামনে বাঁধানো গাছতলাতে বসেই কাটাতে হত। অবশেষে প্রতীক্ষালয় তৈরি হওয়ায় এই সমস্যা অনেকটাই মিটবে বলে আধিকারিকদের আশা। এ দিনই জেলা পরিষদের দ্বিতীয় দফার মার্কেট কমপ্লেক্সেরও শিলান্যাস করা হয়। আগে জেলা পরিষদ ভবন চত্বরের দু’দিকের কিছুটা অংশে মার্কেট কমপ্লেক্স তৈরি করা হয়েছিল। বাকি দিকগুলি চলে যায় হকারদের দখলে।

এ বার তাই জেলা পরিষদ ওই জায়গায় মার্কেট কমপ্লেক্স তৈরির সিদ্ধান্ত নিয়েছে। বেআইনি দখলদারদের দেওয়া হবে সেই সব দোকান ঘর। এতে জেলা পরিষদের যেমন আয় হবে তেমনি বেআইনি দখলও মুক্ত হবে। জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ বলেন, “জেলা পরিষদে আসার পর থেকেই এই কাজগুলি করার ইচ্ছে ছিল। একটি কাজ সম্পূর্ণ করতে পেরেছি। মার্কেট কমপ্লেক্সের কাজও দ্রুত সম্পূর্ণ করতে পারব বলেই
আমার আশা।’’ এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) পাপিয়া ঘোষ রায়চৌধুরী, সচিব দিব্যনারায়ণ চট্টোপাধ্যায়ের পাশাপাশি কর্মাধ্যক্ষ সূর্য অট্ট, নির্মল ঘোষ, অমূল্য মাইতি প্রমুখ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE